ময়মনসিংহ-ঢাকা রেলপথ ২ঘন্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক

ময়মনসিংহ-ঢাকা রেলপথ ২ঘন্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 
ময়মনসিংহের ত্রিশালে মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে রেল চলাচল ২ঘন্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে । রোববার (২৯ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার ধলা স্টেশনের আউটার এলাকায় এ ঘটনা ঘটে। বিকেল সোয়া ৩টা উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মহুয়া কমিউটার ট্রেনটি নেত্রকোনার মোহনগঞ্জের দিকে যাচ্ছিল। দুপুর সোয়া ১টার দিকে ধলা স্টেশনের আউটার এলাকা পর্যন্ত আসতে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে রেল চলাচল বন্ধ হয়ে গেছে।

ওসি বলেন, খবর পেয়ে রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। এখনো বিকেল সোয়া ৩টা উদ্ধার কাজ সম্পন্ন হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ###