গফরগাঁওয়ে তালগাছের সঙ্গে মোটরসাইকেল আরোহীর ধাক্কায় যুবক নিহত

image

You must need to login..!

Description

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গফরগাঁওয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছের সঙ্গে ধাক্কা লেগে অনয় (২২)নামে এক আরোহী নিহত হয়েছে। শনিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। আগের দিন বিকেলে সালটিয়া ইউনিয়নের পুখুরিয়া ময়নার মোড় এলাকায় দুর্ঘটনায় আহত হয় ঐ যুবক। নিহত অনয় যশরা ইউনিয়নের দৌলতপুর কোরেরপাড় গ্রামে মৃত মো:সংগ্রাম হোসেনের ছেলে।