ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর শ্রমিক দলের নতুন কমিটিকে স্বাগতম জানিয়ে আনন্দ মিছিল

image

You must need to login..!

Description

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শ্রমিক দলের উপজেলা ও পৌর শাখার নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। মঙ্ সন্ধ্যার পর ঈশ্বরগঞ্জ পৌর বাজারে ওই আনন্দ মিছিল করা হয়। মিছিলটি উপজেলার সামনে অস্থায়ী দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মধ্যে দিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন পর যোগ্য ও ত্যাগী নেতাদের হাতে ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর শাখার দায়িত্ব দেওয়ায় সংগঠনের কার্যক্রম গতিশীল হবে। তারা আরও বলেন, দীর্ঘ ১৭ বছর পর গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে স্বৈরশাসনের পতনের পর আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হয়ে জাতীয়তাবাদী শক্তি কাজ করে যাবে।

আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন, ঈশ্বরগঞ্জ উপজেলা শ্রমিক দলের নবগঠিত কমিটির আহ্বায়ক তাজুল ইসলাম রয়েল, ১নং যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বাচ্চু, যুগ্ম আহ্বায়ক আবু তাহের, ফরিদ হাসান, মঞ্জুরুল হক, শামসুল হুদা দুলাল, এনামুন হক, রফিকুল ইসলাম লিটন, ঈশ্বরগঞ্জ পৌর শাখা কমিটির আহ্বায়ক তফাজ্জল হোসেন, সদস্য সচিব হাদিস মিয়া, যুগ্ম আহ্বায়ক মোস্তফা, জামাল হোসেন, আবদুল কাদির, আবদুল হান্নান, রফিকুল ইসলাম সহ উপজেলা ও পৌরসভার শ্রমিক দলের বিভিন্ন নেতৃবৃন্দ।