
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহে প্রাইভেট কার, জুয়ার সরঞ্জাম, নগদ টাকাসহ ১৫ জুয়ারীকে গ্রেফতার করেছে যৌথবাহিনীর সমন্বয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ। গতকাল সোমবার দিবাগত পৌণে ১২ টায় কোতোয়ালী মডেল থানার ভাবখালী কাচারী বাজার নদীর ঘাটের দক্ষিণ পাশে তাসের দ্বারা জুয়া খেলারত অবস্থাায় ৯ জুয়ারীকে গ্রেফতার হয়। এসময় ২ টি প্রাইভেটকার, জুয়ার সরঞ্জাম ও নগদ নগদ ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়। কোতোয়ালী থানার ওসি শফিকুল ইসলাম জানান, এব্যাপারে কোতোয়ালী মডেল থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃত জুয়ারীরা হচ্ছেন, মাসুদ করিম (৫৫), জামালপুর, র্মুতুজা রজো (৬৭), জামালপুর, অরুন থান (৪৫), ময়মনসিংহ , মোজাম্মেল (৫৫), জামালপুর, মফিজুর রহমান (৫২), জামালপুর, রুহুল আমনি (৫২), ময়মনসিংহ, মোফাজ্জল হোসনে (৬০), কায়কোবাদ হোসেন (৪৯) ভালুকা, ময়মনসিংহের, রতন মন্ডল (৩২) গ্রেফতার করে। ও ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে পলাতক আসামীদের নাম ঠিকানা প্রকাশ করে। তারা হলেন পলাতক আসামী জাকির (৪০), ত্রিশাল, মোজাম্মেল হক (৪৫), গৌরীপুর, খাইরুল (৪২), তারাকান্দা, আলম (৫০), কোতোয়ালী, ময়মনসিংহ, শামীম ওরফে বটু শামীম ৪০) নেত্রকোণা এবং ঘটনাস্থল হতে ধৃত আসামীসহ ঘটনাস্থল হতে দৌড়ে ১০/১৫ জন লোক পালিয়ে যায়।