ময়মনসিংহে কালু শাহ (রহ.) এর মাজার ভাঙার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 

ময়মনসিংহ নগরে প্রায় ২০০ বছরের পুরোনো হজরত শাহ সুফি সৈয়দ কালু শাহ’র (রহ.) মাজারে হামলা চালিয়ে ভাংচুরের ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ করেছে নাগরিক সমাজ। গতকাল শনিবার বিকেল ৫ টায় নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্বরে এই ঘটনার বিচার দাবি মানববন্ধন করা হয়।

মাজার কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক খলিলুর রহমান চিশতি নিজামীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, মাজার কমিটির সাধারণ সম্পাদক কাজল দেওয়ান, শাহ সুফি সৈয়দ হাসান সুরেস্বরী. আমিনুল ইসলাম. শেখ বাহার মজুমদার. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুকুল চন্দ্র মানিক প্রমূখ।
উল্লেখ্য, নগরীর কোতোয়ালি মডেল থানার বিপরীত দিকে অবস্থিত হজরত শাহ সুফী সৈয়দ কালু শাহ (রহ)–এর মাজারে ১৭৯তম বার্ষিক ওরস উপলক্ষে বুধবার রাতে ব্রহ্মপুত্র নদের পারে কাওয়ালি গানের আয়োজন করেন ভক্তরা। গানের অনুষ্ঠান শুরুর এক পর্যায়ে মাথায় টুপি পড়া শতশত লোক অনুষ্ঠানে এসে হামলা চালিয়ে মঞ্চ ও চেয়ার ভাংচুর করে চলে যান তারা।

পরবর্তীতে রাত তিনটার দিকে হামলা হয় মাজারে। মাজারের পাকা স্থাপনার বেশ কিছু অংশ ও ভেতরে থাকা জিনিসপত্র ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার