ময়মনসিংহে ভূমি অধিগ্রহণের ১৭ কোটি টাকার চেক বিতরণ

ময়মনসিংহে ভূমি অধিগ্রহণের ১৭ কোটি টাকার চেক বিতরণ

BMTV Desk No Comments

ফকরুল আকন্দ : বিএমটিভি নিউজঃ  

ময়মনসিংহে বিভাগের উন্নয়ন অবকাঠামো সুযোগ সুবিধা নিশ্চিত করতে ভূমি অধিগ্রহণের প্রায় ১৭ কোটি টাকার চেক ৫৭ জন জমির মালিকের মাঝে চেক বিতরণ করা হয়েছে।

রবিবার দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসকের সভা কক্ষে চেক বিতরণ করেন জেলা প্রশাসক মুফিদুল আলম।

জানা যায়, ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠিত হয়। দেশের অষ্টম বিভাগ হিসেবে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) এ বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদন দেয়।

ভূমি অধিগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজিম উদ্দিন, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সোমা খাতুন প্রমূখ।

জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, ‘ভূমি অধিগ্রহণে যারা জমির মালিক আছেন, তারা সরাসরি কর্মকর্তার সাথে কথ বলবেন কারো মাধ্যম হবেন না। তাহলেই এই বিভাগের পূর্ণাঙ্গ রূপ পাবে। এখানে মানুষের কাজের সুযোগ হবে।