নান্দাইলে স্কুল ছাত্রী ধর্ষণের চেষ্টাকারীর বিচারের দাবীতে মানববন্ধনঃ অভিযোগ দিলেও আমলে নেয়নি পুলিশ

নান্দাইলে স্কুল ছাত্রী ধর্ষণের চেষ্টাকারীর বিচারের দাবীতে মানববন্ধনঃ অভিযোগ দিলেও আমলে নেয়নি পুলিশ

January 20, 2025 102 Views

মোঃ রফিকুল ইসলাম খোকন, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইলে ৫ম শ্রেণীর স্কুল ছাত্রী (১১)কে যৌন হযরানি ও ধর্ষণের চেষ্টাকারীর দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে মানববন্ধন করে এলাকাবাসী। ২০ জানুয়ারী সোমবার উপজেলার নান্দাইল ইউনিয়নের রসুলপুর গ্রামের চিলাবাজারে উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়। যৌন হয়রানির শিকার স্কুল ছাত্রীর পরিবারসহ এলাকাবাসী এ ঘটনায় থানায় অভিযোগ আমলে না নেওয়ায় পুলিশ প্রশাসনের প্রতি তীব্র নিন্দা জানান । অভিযুক্ত হাদিস মিয়া (৫০)কে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন। মানববন্ধনে বক্তব্য রাখেন ছাত্রীর বাবা তোফাজ্জল হোসেন, এলাকাবাসীর পক্ষে আনোয়ারুল ইসলাম, ডা. কামাল মোস্তফা ও নুরুল ইসলাম প্রমুখ। জানা গেছে, ওই ছাত্রীর বাড়ি নান্দাইল উপজেলার রসুলপুর গ্রামে। এ ছাড়া অভিযুক্ত হাদিস মিয়া একই গ্রামের মৃত আব্দুল আলীর পুত্র। গত ৩রা জানুয়ারি/২৫ইং সকালে ছাত্রীটি তার নিজ বাড়ির উত্তরপার্শ্বে গোসলখানার টিউবওয়েলে শাকসবজি ধুইতে যায়। এসময় হাদিস মিয়া গোসলখানায় ঢুকে তাকে জাবরাইয়া ধরে এবং মেয়েটির স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানিসহ ধর্ষণের চেষ্টা করে। পরে বিষয়টি স্থানীয়ভাবে ধামচাপা দেওয়ার জন্য ছাত্রীর পরিবারকে অর্থনৈতিক প্রলোভন সহ ভয়ভীতি দেখিয়ে আসছে। এ বিষয়ে ছাত্রীর পিতা তোফাজ্জল হোসেন বলেন, তিনি থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ বিষয়টি আমলে নেয়নি। সুবিচারের আশায় রাস্তায় মানববন্ধনে দাড়িয়েছি। ধর্ষণ চেষ্টাকারীর দৃষ্টান্তুমূলক শাস্তির জন্য পুলিশের উর্ধ্বতন কর্মকর্তার সুদৃষ্টি কামনা করছেন ছাত্রীর পরিবার ও এলাকাবাসী। এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহমেদ বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি, বাদী আসলেই মামলা নেওয়া হবে।###

সাম্প্রতিক