ময়মনসিংহে অনির্দিষ্টকালের ব্যাটারিচালিত অটোরিকশা ধর্মঘট প্রত্যাহার করলেন অটোরিকশার চালকরা

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 
ময়মনসিংহ নগরীতে অনির্দিষ্টকালের জন্য ব্যাটারিচালিত অটোরিকশা ও মিশুক চলাচল বন্ধের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন চালকরা। সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় তাদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের সচিব ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সুমন আল মজীদ।
তিনি বলেন, ধর্মঘট ডাকার কারণে চালকদের যেমন ক্ষতি হচ্ছে, ঠিক তেমনি যাত্রীদেরও ভোগান্তিতে পড়তে হচ্ছে। এমতাবস্থায় বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন, সিটি করপোরেশন, সেনাবাহিনী, পুলিশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ অটোবাইক কল্যাণ সমিতির নেতৃবৃন্দের দীর্ঘ আলোচনা করা হয়।
তিনি বলেন, অটোরিকশা চালকদের বুঝিয়ে বলা হয়েছে, সব সড়কে তাদের গাড়ি চালাতে দিলে সারা বছর যানজট থাকবে। বিভিন্ন সড়কে যানজটের মাত্রা বাড়বে। এসময় তারা নবায়ন ফি কমানোর দাবি জানালে সিটি করপোরেশন নবায়ন ফি ৫০০ টাকা কমিয়ে ৬ হাজার টাকা নির্ধারণ করে। এতে চালকরা ধর্মঘট প্রত্যাহার করে নেন। আজ মঙ্গলবার সকাল থেকে ময়মনসিংহ নগরীতে অনির্দিষ্টকালের জন্য ব্যাটারিচালিত অটোরিকশা ও মিশুক চলাচল শুরু করেছে।

জেলা অটোবাইক মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. হোসাইন আহমেদ সুজন বলেন, জনসাধারণের দুর্ভোগের কথা চিন্তা করে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এর আগে সম্প্রতি যানজট কমানোর জন্য শহরের নির্দিষ্ট ছয়টি সড়কে অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত নেওয়ার কারণে ক্ষুব্ধ হয়ে ওঠেন চালকরা। সব সড়কে গাড়ি চালানোর অনুমতি চেয়ে প্রথম ১৯ জানুয়ারি কর্মবিরতির পালন করেন চালকরা।
এদিন জেলা প্রশাসক ও সিটি করপোরেশন কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করা হয়। কিন্তু জেলা প্রশাসন তাদের সিদ্ধান্তে অটল থাকায় ২৬ জানুয়ারি সকাল থেকে নগরীতে অটোরিকশা চলাচল বন্ধ রেখে বিক্ষোভ করেন চালকরা। এদিন সন্ধ্যায় বিক্ষোভ মিছিল নিয়ে ময়মনসিংহ রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে সমাবেশ করে সেখান থেকে অনির্দিষ্টকালের জন্য সব ব্যাটারিচালিত অটোরিকশা ও মিশুক চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়। সে অনুযায়ী সোমবার (২৭ জানুয়ারি) সকাল থেকে চলছিল ব্যাটারিচালিত অটোরিকশা ও মিশুক ধর্মঘট।

মতিউল আলম