
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
স্বাস্থ্যসেবার মান উন্নয়নে ময়মনসিংহ এবং নেত্রকোণা সদর উপজেলায় সরকারি ও বেসরকারি ২০টি স্বাস্থ্যকেন্দ্রে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম, মোবাইল অ্যাপ্লিকেশন, স্বাস্থ্যসেবা প্রদানকারীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ এবং বেসরকারি হাসপাতালগুলোতে ১০% বেড এবং চিকিৎসা সেবা নিশ্চিতকরণে সচেতনতা তৈরীকরণ কার্যক্রম পরিচালনা করছে।
সিরাক-বাংলাদেশ SAAF/International Planned Parenthood Federation এর সহযোগীতায় “নিরাপদ প্রজনন স্বাস্থ্য সচেতনতা উন্নয়ন” শীর্ষক প্রকল্পটির কার্যক্রমের অংশ হিসেবে ২৯ জানুয়ারি ২০২৫, বুধবার, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ময়মনসিংহে সমন্বয় সভার আয়োজন করেছে। মূল প্রবন্ধ উপস্থাপন কালে তথ্য জানান সিরাক-বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার সংগীতা সরকার।
প্রকল্পটির অধীনে থেকে সভায় প্রকল্পের কার্যক্রমের অংশ হিসেবে ময়মনসিংহ সদর উপজেলার ১২টি স্বাস্থ্যকেন্দ্রের মে’২৪ থেকে ডিসেম্বর’২৪ এ সংগৃহিত প্রজনন স্বাস্থ্যসেবা (১৯৭), প্যাক সেবা (৫৭) ও পরিবার পরিকল্পনা(১৭৭০), বেসরকারি হাসপাতালগুলোতে সুবিধাবঞ্চিত রোগীদের জন্য ১০% বেড ও চিকিৎসা সেবা নিশ্চিত করার উদ্যোগ হিসেবে ১০% বিনামূল্যে বেড ও চিকিৎসা (১০০) সেবা তথ্য উপস্থাপন ও আলোচনা করা হয়, যার মধ্যে স্বাস্থ্যকেন্দ্র থেকে সংগৃহীত তথ্য আলোচনা, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, মোবাইল অ্যাপ্লিকেশনের কার্যকারিতা, এবং বেসরকারি হাসপাতালগুলোতে সুবিধাবঞ্চিত রোগীদের জন্য ১০% বেড ও চিকিৎসা সেবা নিশ্চিত করার উদ্যোগের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।
সিরাক-বাংলাদেশ এর উপপরিচালক (প্রোগ্রাম), মো: সেলিম মিয়া-এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা কার্যালয়, সদর ময়মনসিংহ এর পরিবার পরিকল্পনা কর্মকর্তা, আসমা উল হুসনা জান্নাতুল ফেরদৌস।
সভায় উপস্থিত ছিলেন সিরাম হাসপাতাল এর পরিচালক (এডমিন) হাবিবুর রহমান জনি, রয়েল কেয়ার (প্রা:) হাসপাতাল এর পরিচালক হিরামন আহমেদ হিরা, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শিকা নমিতা রানী, ঘাগড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শিকা ফাতেমা খাতুন, আকুয়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শীকা মোরশেদা আক্তার, নগর স্বাস্থ্য কেন্দ্র-১ এর কাউন্সেলর জান্নাতুল ফেরদৌস আশা, এবং দৈনিক সবুজের বার্তা সম্পাদক মোঃ মঈন উদ্দিন রায়হান। এছাড়া সিরাক-বাংলাদেশের ভলান্টিয়ার রবিন মিয়া, প্রোগ্রাম অফিসার সংগীতা সরকার এবং প্রোগ্রাম এসোসিয়েট শাপলা আক্তারও উপস্থিত ছিলেন।
সিরাক-বাংলাদেশের এই উদ্যোগ প্রজনন স্বাস্থ্য সেবা ও জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি, এবং অসহায় জনগণের জন্য স্বাস্থ্য সেবার সহজলভ্যতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।