বিএমটিভি নিউজ ডেস্কঃ
ভারতে প্রয়াগরাজে যে মহাকুম্ভ চলছে তাতে বুধবার পদপিষ্ট হয়ে ১৫ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা চলছে অনেকের। সরকারিভাবে অনেকের আহত হওয়ার কথাও জানানো হয়েছে।
মেলার স্পেশাল ডিউটি অফিসার আকাঙ্কা রানা বলেন, ‘সঙ্গমে ব্যারিকেড ভেঙে কিছু লোক আহত হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছে। আমরা এখনও আহতদের সঠিক গণনা করতে পারিনি।’ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি গুজবে কান না দেয়ার আবেদন জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।
সংবাদ সংস্থা সূত্রে জানানো হয়েছে, মানুষের ভিড়ে সামনে যাওয়ার পথ অবরুদ্ধ হয় পড়েছিল। অথচ পিছন থেকে ক্রমাগত মানুষের চাপ ও শুরু হয় ধাক্কাধাক্কি, হুড়োহুড়ি। এগোতে না পেরেই ব্যারিকেড ভেঙে একে একে মাটিতে পড়ে যান অনেকে। আর সেই ভিড়ের নীচে চাপা পড়ে যান অনেক তীর্থযাত্রী। হতাহতের সংখ্যা সকাল পর্যন্ত জানা না গেলেও বহু মানুষ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রয়াগরাজে এখন চারিদিকে আহাজারির দৃশ্য। কেউ বোন, কেউ পুত্র, কেউ বাবা, কেউ মা, কেউ আবার বন্ধুকে হারিয়ে ফেলেছেন। হাসপাতালে হাসপাতালে পরিজনদের খুঁজছেন অনেকেই। কেউ আবার মর্গের বাইরে অসহায় অবস্থায় অপেক্ষা করছেন। প্রয়াগরাজে এখন এমনই দৃশ্য।
মৌনী অমাবস্যায় অমৃত স্নান হল মহা কুম্ভের সবচেয়ে উল্লেখযোগ্য আচার। অমাবস্যায় পবিত্র স্নানের জন্য প্রায় ১০ কোটি তীর্থযাত্রী উপস্থিত হয়েছিলেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। দুর্ঘটনা ঘটার পর ১৩ টি আখড়া শাহী স্নান বাতিল করেছে। এবার পরবর্তী অমৃত স্নান বসন্ত পঞ্চমীতে হবে। ভিড় নিয়ন্ত্রণের জন্য ৩০ টি অস্থায়ী সেতুই খুলে দেয়া হয়েছে। প্রয়াগরাজে কুম্ভমেলায় যাওয়া বন্ধ করে দেয়া হয়েছে। রাস্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে, গত সপ্তাহেই প্রয়াগরাজে তীর্থযাত্রীদের তাঁবুতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছিল।