স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহ জেলার পাগলা থানার এস এম সাআদাত হোসেন জয় (১৯) হত্যা মামলার প্রধান আসামী সাব্বির মিয়া (২৫)‘কে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এবং র্যাব-১, সিপিএসসি, গাজীপুর।
র্যাব-১৪, সিপিএসসি এর ,মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার (জুয়েল চাকমা, পিপিএম-সেবা) জানান, ময়মনসিংহ‘র্যাব-১৪, ও র্যাব-১, গাজীপুর এর সহায়তায় গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকায় অভিযান চালিয়ে এস এম সাআদাত হোসেন জয় (১৯) হত্যা মামলায় এফআইআর ভুক্ত ১নং আসামী মোঃ সাব্বির মিয়া (২৫), পিতা- হেলাল উদ্দিন, সাং-কাজা, থানা-পাগলা, জেলা-ময়মনসিংহ‘কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে ময়মনসিংহ জেলার পাগলা থানায় মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
ময়মনসিংহ জেলার পাগলা থানায় বাদী মোঃ আওলাদ হোসেন শেখ (৫০) এর দায়েরকৃত এজাহারে উল্লেখ গত ০৮ জানুয়ারি ২০২৫ খ্রি. তারিখ রাত অনুমান ৯.টায় বাদীর ছেলে মৃত এস এম সাআদাত হোসেন জয় (১৯) এবং আসামী মোঃ সাব্বির মিয়া (২৫) কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে আসামী সাব্বির মিয়া‘সহ অজ্ঞাতনামা ৫/৬ জন আসামী এস এম সাআদাত হোসেন জয় (১৯) কে এলোপাথারী ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরবর্তীতে, নিহতের স্বজনরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় গত ৯ জানুয়ারি ২০২৫ রাতে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের বাবা আওলাদ হোসেন শেখ (৫০) বাদী হয়ে ময়মনসিংহ জেলার পাগলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৬, তারিখঃ ১১/০১/২০২৫ ইং, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০। ###
মতিউল আলম