আমেরিকান বিমানের সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষঃ ১৮ জনের মরদেহ উদ্ধার

image

You must need to login..!

Description

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। এতে এখন পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সিবিএস নিউজকে উদ্ধৃত করে বিবিসির খবরে বলা হয়েছে, দুর্ঘটনার পর পটোম্যাক নদী থেকে ১৮টি মৃতদেহ উদ্ধার করা করা হয়েছে। এখনও পর্যন্ত কোনও জীবিত ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি।

বুধবার রাত ৯টার দিকে ওয়াশিংটন ডিসির মাঝ আকাশে এদুর্ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এ তথ্য জানায়।

পিএসএ এয়ারলাইনস নামের মার্কিন উড়োজাহাজ সংস্থার ফ্লাইটটিতে ৬০ জন যাত্রী ছিলেন, আর ক্রু ছিলেন ৪ জন। অন্যদিকে মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারটিতে তিন সেনাসদস্য ছিলেন।

টেক্সাসের সিনেটর টেড ক্রুজ সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, এই সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। তবে তিনি হতাহতের কোনো সংখ্যা উল্লেখ করেননি।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে মাঝ আকাশে সংঘর্ষের ঘটনাটি ঘটে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বলেছে, পিএসএ এয়ারলাইনসের আঞ্চলিক রুটে চলাচলকারী একটি বিমান রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরে যাচ্ছিল। বিমানবন্দরের কাছে মাঝ আকাশে একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে বিমানটির সংঘর্ষ হয়।

মার্কিন সেনাবাহিনীর এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, তাদের একটি হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়েছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) তথ্য অনুসারে, পিএসএর বিমানটি (ফ্লাইট ৫৩৪২) কানসাস থেকে উড্ডয়ন করেছিল। আমেরিকান এয়ারলাইনসের ওয়েবসাইটের তথ্য অনুসারে, বিমানটি ৬৫ জন যাত্রী বহন করতে পারে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার