
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সম্প্রতি বিদেশী এক পত্রিকায় নতুন দল গঠন প্রসঙ্গে প্রধান উপদেষ্টার বক্তব্য অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করতে পারে। তিনি বলেন,সরকারের কারোরই এমন কিছু করা বা বলা উচিৎ নয়,যাতে অন্তর্বর্তী সরকার সম্পর্কে জনসাধারণের মধ্যে আস্থা ও বিশ্বাসের সঙ্কটের সৃস্টি করবে।
তিনি আজ শনিবার দুপুরে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সদরে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন । এর আগে তিনি বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়া জন্মোৎসব ২০২৫ এর রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ।
সাংবাদিকদের এমরান সালেহ প্রিন্স বলেন,বহুদলীয় গণতন্ত্র ও রাজনীতিতে বিশ্বাসী বিএনপি নতুন দল গঠনের উদ্যোগকে স্বাগত জানায়। বিএনপি শত ফুলকে ফুটতে দেয়ার নীতিতে বিশ্বাসী। কিন্তু অন্তর্বর্তী সরকারের সমর্থন ,পৃষ্ঠপোষকতা ,সহায়তা বা আশির্বাদে যদি নতুন দল গঠন করা হয়, জনগণ তা ভালোভাবে নেবে না বা সমর্থন করবে না।এতে সরকারের গ্রহনযোগ্যতা বিনস্ট এবং দেশে নতুন করে সঙ্কট সৃস্টি হতে পারে। এতে পতিত ফ্যসিস্ট সুযোগ পাবে। প্রধান উপদেষ্টা তাঁর সাক্ষাৎকারে কিছু ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন, যার সুস্পষ্ট ব্যাখ্যা দেয়া প্রয়োজন। এসব কথা অনভিপ্রেত ও দুর্ভাগ্যজনক।
জাতীয়তাবাদী ছাত্র দলের ধোবাউড়া উপজেলা আহ্বায়ক জালাল উদ্দীনের সভাপতিত্বে ও কলেজ ছাত্র দলের সদস্য সচিব মামুন হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মফিজ উদ্দিন, অধ্যাপক আজহারুল ইসলাম কাজল,আনিসুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন খান লিটন, জিসাস আহ্বায়ক আতাউর রহমান খোকন, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী সুমাইয়া খান সিনথিয়া,
ইফতি তাবাসসুম স্নেহা, কলেজ ছাত্র দলের আহ্বায়ক সারোয়ার হোসেন ,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুল ইসলাম পলাশ, যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম , উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মিজানুর রহমান মানিক বক্তব্য রাখেন । উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুস শহীদ,
ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সভাপতি আবুল কাশেম ডলার, সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ,সহ ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ চৌধুরী , জেলা ওলামা দলের আহ্বায়ক মওলানা মাহবুব হোসেন,সদস্য সচিব মওলানা আকবর আলী ,উপজেলা ওলামা দলের আহ্বায়ক মওলানা ওবায়েদ উল্লাহ ,সদস্য সচিব মওলানা হাবিবুর রহমান ,উপজেলা তাঁতী দলের সদস্য সচিব হাসান শাহ, উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব শামীম ইসলাম প্রমুখ।
এমরান সালেহ প্রিন্স বিকেলে হালুয়াঘাটের কুতিকুড়া কোরুয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে জলিল এন্টারপ্রাইজের সৌজন্যে ‘ ওয়ালটন ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ‘ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ।টুর্নামেন্ট উদ্বোধন করেন চিত্রনায়ক আমিন খান।
টুর্নামেন্টে ধোবাউড়ার গোয়াতলা অনির্বান ক্রীড়া চক্র ২-০ গোলে হালুয়াঘাটের দুরন্ত স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিপুল সংখ্যক দর্শক ওয়ালটন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ করেন।
প্রধান অতিথির বক্তব্যে এমরান সালেহ প্রিন্স মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে খেলা ও শরীর চর্চার বিকল্প নেই উল্লেখ করে বলেন আগামী দিনে খেলা,সংস্কৃতি,সামাজিক কর্মকাণ্ডে তরুণসমাজকে সম্পৃক্ত করে তারুণ্যের জোয়ার সৃষ্টি করা হবে। তিনি বলেন, আগামী নির্বাচনে জয়ী হলে হালুয়াঘাটে স্টেডিয়াম নির্মাণ খেলাধুলাকে পৃষ্ঠপোষকতা প্রদান করা হবে । তিনি তরুণদের প্রতি মাদককে না বলার আহ্বান জানান ।