
You must need to login..!
Description
মোঃ রফিকুল ইসলাম খোকন, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইলে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের সীডস্টোর বাজারে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ককটেল ফুটিয়ে আতংক তৈরী করে । সরকার বিরোধী স্লোগান দেওয়ায় সন্ত্রাস বিরোধী আইনে ১০০ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী জাহাঙ্গীর আলম ও জুবায়ের হোসেন ইমন নামে দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরন করেছে নান্দাইল মডেল থানা পুলিশ নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পিন্টু চন্দ্র দে বাদী হয়ে ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬০ জনকে আসামী করে ৩ ফেব্রুয়ারী মঙ্গলবার মামলাটি দায়ের করেন। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ আহমেদ গ্রেফতার ও মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীরা সন্ত্রাস বিরোধী কার্যকলাপের ঘটনা স্বীকার করেছে ও তাঁর প্রমাণ মিলেছে। মামলা সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের ঘোষিত ফেব্রুয়ারী মাসের কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের সীডস্টোর বাজারে একত্রিত হয়ে ককটেল বিস্ফোরণ ও সরকার বিরোধী স্লোগান দিয়ে জনমনে আতংক তৈরী করছিল। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খারুয়া ইউনিয়নের ছালুয়াপাড়া গ্রামের আঃ কাদিরের পুত্র জাহাঙ্গীর আলম (২৫) ও পৌর সদরের দেলোয়ার হোসেন বাবুলের পুত্র জুবায়ের হোসেন ইমন (২৩)কে গ্রেফতার করে। এ সময় ঘটনাস্থূল থেকে দুইটি সাদা-কালো রংয়ের লিফলেট, দুইটি বিস্ফোরিত ককটেল এবং জব্দকৃত মোবাইল থেকে সন্ত্রাসী কর্মকান্ডের বিভিন্ন ছবি ও ভিডিও চিত্র পাওয়া যায়।###