ময়মনসিংহ অনূর্ধ্ব-১৮ কাবাডিতে চ্যাম্পিয়ন ত্রিশাল

image

You must need to login..!

Description

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ কাবাডি ফাইনালে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে ত্রিশাল কাবাডি দল।

মঙ্গলবার (০৫.০২.২০২৫) বিকেলে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ত্রিশাল কাবাডি দল ৩৮-২৩ পয়েন্টের বড় ব্যবধানে ময়মনসিংহ সদর দলকে পরাজিত করে শিরোপা ঘরে তোলে।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মফিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার আল আমিন, ত্রিশাল উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক খোরশিদুল আলম মুজিব, ক্রীড়াবিদ মাহাবুল আলম রতন, সুলতান আহমেদসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

খেলা শেষে বিজয়ীদেও হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অতিথিরা। ত্রিশাল কাবাডি দলের কোচ আশরাফ আলী দুলু বলেন, “এই প্রথমবারের মতো ত্রিশাল কাবাডি দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে, যা আমাদের জন্য অত্যন্ত গর্বেও বিষয়। ভবিষ্যতে আরও ভালো করার জন্য আমরা কঠোর পরিশ্রম করবো।”

ত্রিশালের এই সাফল্যে স্থানীয় ক্রীড়ামোদীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। খেলোয়াড়দের প্রশংসায় ভাসাচ্ছেন ক্রীড়া সংগঠক ও স্থানীয় দর্শকরা।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার