
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে মদ্যপানে ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ মদি পাড়া গ্রামে ঘটনাটি ঘটে। এদিকে গফরগাঁও থানার ওসি শিবিরুল ইসলাম জানান, ২জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাসুদ গত মঙ্গলবার রাতে নিজাম উদ্দিনকে সঙ্গে নিয়ে ঢাকার ইব্রাহীমপুর থেকে তার খালাতো ভাই আব্দুল জলিলের বাড়ি গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ গ্রামের মদিপাড়া এলাকায় বেড়াতে আসেন। এ সময় তিনি একটি হুইসকি জাতীয় মদের বোতল সঙ্গে নিয়ে আসেন। রাতে জলিলের ঘরে বসে ৪ থেকে ৫ বন্ধু মিলে এই মদ পান করলে সবাই অসুস্থ হয়ে পড়েন। এ ঘটনায় গতকাল বুধবার দিনভর তারা বমি করতে থাকলে শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। পরে পরিবারের স্বজনরা বিষয়টি টের পেয়ে রাতে জলিল, নিজাম ও মাসুদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টার দিকে জলিল ও নিজাম মারা যান।
এ ঘটনায় অসুস্থ সুমন মিয়া নামে আরও একজন গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায় বলে নিশ্চিত করেছেন আবাসিক মেডিকেল অফিসার ডা. ইমতিয়াজ হোসাইন। তিনি জানান, হাসপাতালে সুমন মিয়া নামে একজনকে মৃত ঘোষণা করা হয়েছে। তবে তিনি হাসপাতালে আসার আগেই মৃত্যুবরণ করেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শফিক উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে
বলেন, মদ্যপানে মৃত ব্যক্তিরা হলেন- উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ গ্রামের মদিপাড়ার আব্দুর রশীদের ছেলে সুমন মিয়া (৩৫), একই ইউনিয়নের তামাদিপাড়া কিতাব আলীর ছেলে আব্দুল জলিল (৫৩) এবং ব্রাহ্মণবাড়িয়ার জেলার সদর উপজেলা সোহেলপুর গ্রামের মাসুদ মিয়ার ছেলে নিজাম উদ্দিন (৫০) তিনি বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর দুই জনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন এবং একজনের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যু হয়।
গফরগাঁও থানার ওসি শিবিরুল ইসলাম জানান, খবরে পেয়ে আজ বৃহস্পতিবার সকাল ৬টায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরশু রাতে তারা ৪/৫ জন মদপান পান করার পর বুধবার রাতেই অসুস্থ হয়ে পড়ে। ভোরে হাসপাতালে নেয়ার পথে রাস্তায় একজন মারা যায়। ##
মতিউল আলম