ময়মনসিংহে শিশু অপহরণ করে লাশ গুমের মামলায় যুবকের আমৃত্যু কারাদন্ড

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 
ময়মনসিংহের নান্দাইলে মুক্তিপণ আদায়ের শিশু তাসিন (৭) কে অপহরণ করে হত্যার পর টয়লেটের স্লাবে লাশ গুমের মামলায় অভিযুক্ত শহীদ মিয়া (৩৪) নামে এক যুবককে আমৃত্যু কারাদন্ড দিয়েছে আদালত। তবে এ ঘটনায় খালাস পেয়েছে অভিযুক্তের বাবা তাহের উদ্দিন ও মা তহুরা খাতুন নামের অপর দুই আসামি। আজ বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আলী মনসুর এই রায় ঘোষনা করেন।

অভিযুক্ত শহীদ মিয়া জেলার নান্দাইল উপজেলার মুশুল্লী গ্রামের তাহের উদ্দিন ও তহুরা বেগম দম্পতির ছেলে।

আদালতের বেঞ্চ সহকারি রেজাউল করিম রাজীব এসব তথ্য নিশ্চিত করে জানান, ২০১৬ সালের ১৫ আগষ্ট প্রবাসীর শিশুপুত্র তাসিনকে মুক্তিপণ দাবিতে অপহরণ করে নিয়ে যায় অভিযুক্ত শহীদ মিয়া। পরবর্তীতে মুক্তিপণ না পেয়ে তাসিনকে শ্বাসরোধ করে ও ঘাড় মটকিয়ে হত্যা করে টয়লেটের স্লাবের ভিতরে লাশ গুম করে রাখে। এ ঘটনায় শিশু তাসিনের মা পলিনা খাতুন বাদী হয়ে নান্দাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ওই মামলায় র্দীঘ তদন্ত শেষে ২০২১ সালের ১ মার্চ চার্জ গঠনে মোট ১৪ জন স্বাক্ষীর স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই রায় ঘোষনা করেন বিজ্ঞ আদালত।

মামলার রায়ে পৃথক পৃথক ধারায় অভিযুক্ত শহীদ মিয়াকে দন্ডবিধির ৩৬৪ ধারায় ১০ বছরের সশ্রম কারাদন্ড ও ২৫ হাজার টাকা অর্থদন্ড, ৩০২ ধারায় আমৃত্যু কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড এবং ২০১ ধারায় ৭ বছরের সশ্রম কারাদন্ড ও ২৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়। ###

মতিউল আলম