তারাকান্দা থানার লাল মিয়া হত্যা মামলার আসামী রুবেল গ্রেফতার

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 

ময়মনসিংহের তারাকান্দা থানার মেছেড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে নিহত লাল মিয়া (৫৫) হত্যা মামলার এজাহারভুক্ত আসামী তারাকান্দা থানার মেছেড়া গ্রামের ইদ্রিস আলীর পুত্র রুবেল মিয়া (২৫) কে গতকাল ৫ ফেব্রুয়ারি সকালে ধোবাউড়া থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ।

মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা, (পিপিএম-সেবা) আজ দুপুরে জানান, মামলা ময়মনসিংহ জেলার তারাকান্দা থানায় মেছেড়া গ্রামের বাদী মোঃ খোকন মিয়া (৩২) এর সাথে আসামীগণের জমি সংক্রান্তে বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে গত ২৫ জানুয়ারি ২০২৫ খ্রি. তারিখ বিকালে আসামীগণসহ দেশীয় অস্ত্র নিয়ে বাদীর বাড়ীর উঠানে এসে গালিগালাজ করে। একপর্যায়ে, আসামীগণ বাদীর পিতা নিহত লাল মিয়া (৫৫) কে উপর্যুপরি মারপিঠ করে গুরুতর রক্তাক্ত জখম করে। পরে বাদীসহ তার পরিবারের লোকজন ভিকটিম লাল মিয়া (৫৫) কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ জানুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখ দুপুর মৃত্যুবরণ করেন। এ মৃত্যুর ঘটনায় নিহতের ছেলে মোঃ খোকন মিয়া (৩২) বাদী হয়ে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০১, তারিখঃ ০১/০২/২০২৫ খ্রিঃ, ধারাঃ ১৪৩/৪৪৭/৩০২/ ১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০। ঘটনার পর র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা কার্যক্রম গ্রহণ করে।

গ্রেফতারকৃত আসামী‘কে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।