নজরুল বিশ্ববিদ্যালয়ে বঙ্গমাতার নামফলক ভাঙতে গিয়ে আহত শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ে বঙ্গমাতার নামফলক ভাঙতে গিয়ে আহত শিক্ষার্থী

BMTV Desk No Comments

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নামফলক ভাঙতে গিয়ে মই পিছলে গুরুতর আহত হয়েছেন শাহজালাল আহমেদ জনি নামে এক শিক্ষার্থী। তিনি চারুকলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মী।

ঘটনার পটভূমি
ঊুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক ভাষণকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় বিপ্লবী ছাত্ররা বিশ্ববিদ্যালয় থেকে মুজিব পরিবারের সব স্মৃতি সরিয়ে ফেলার ঘোষণা দেয়।
এরই ধারাবাহিকতায় প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ‘মুজিব’ ম্যুরাল ভাঙা হয়। এরপর বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নামফলক ভাঙার উদ্যোগ নেওয়া হয়।

আহত শিক্ষার্থীর অবস্থা
নামফলক ভাঙতে গিয়ে মই পিছলে পড়ে শাহজালাল আহমেদ জনি গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার সহপাঠী রাজু শেখ জানিয়েছেন, চিকিৎসার পর জনির অবস্থা কিছুটা উন্নতি হয়েছে।

নারী শিক্ষার্থীদেও প্রতিবাদ
ৎবঙ্গমাতা হলের সামনে গেলে ভেতওে অবস্থানরত নারী শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। তাদের বাধার মুখে বিপ্লবী ছাত্রদেও পক্ষ থেকে মই ব্যবহার কওে নামফলক ভাঙার চেষ্টা করা হয়। এসময় দুই পক্ষেও মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিক্রিয়া
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মিজানুর রহমান বলেন, “রাতে শিক্ষার্থীরা শেখ মুজিবের ম্যুরাল ও বঙ্গমাতা হলের নামফলক ভেঙে দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে, নিরাপত্তা ও শিক্ষার্থীদেও দাবির কথা মাথায় রেখে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি নিয়ে ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।