শফিকুল ইসলাম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে এক সাহসী ও চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পৌর শহরের পশু হাসপাতাল রোডের নতুন কুঁড়ি স্কুল সংলগ্ন ভাই ভাই অটো হাউজ নামের একটি গ্যারেজে, গভীর রাতে দুর্বৃত্তরা গ্যারেজের গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর গ্যারেজ মালিক হুমায়ুন কবির বাবুলকে হাত-পা ও মুখ বেঁধে মারধর করে অচেতন অবস্থায় ফেলে রেখে প্রায় ১০ লাখ টাকা মূল্যের দুটি সিএনজি অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়।
আজ (৬ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকালে স্থানীয়দের মাধ্যমে ঘটনাটি প্রকাশ পায়। এলাকার বাসিন্দা সুরুজ মিয়া জানান, ভোরে তার স্ত্রী রাশেদা খাতুন রাস্তা দিয়ে যাওয়ার সময় গ্যারেজের ভেতর থেকে কান্নার শব্দ শুনতে পান। বিষয়টি তিনি বাড়িতে ফিরে স্বামীকে জানান। পরে স্থানীয়দের সহায়তায় গ্যারেজে গিয়ে দেখেন, মালিক হুমায়ুন কবির বাবুল অচেতন অবস্থায় পড়ে আছেন, তার হাত-পা বাঁধা। দ্রুত তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন।
গ্যারেজ মালিকের ছেলে তাওহীদ জানান, তার বাবা প্রতিদিনের মতো গ্যারেজের সংলগ্ন কক্ষে ছিলেন। গভীর রাতে দুর্বৃত্তরা তালা ভেঙে প্রবেশ করে, তাকে বেঁধে রেখে দুটি সিএনজি নিয়ে পালিয়ে যায়। বাবার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান।
ঘটনার খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) দেবলাল সরকার বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ছিনতাইকারীদের শনাক্ত করতে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও সিএনজি উদ্ধার করার দাবি জানিয়েছেন। পুলিশ এ বিষয়ে গুরুত্বসহকারে তদন্ত চালিয়ে যাচ্ছে।