
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহের মুক্তাগাছায় মোটরসাইকেলে ডাম্প ট্রাকের ধাক্কায় মো. রুস্তম আলী (৪১) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। রুস্তম আলী পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে মুক্তাগাছা থানায় কর্মরত ছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. শফিকুল ইসলাম।
শফিকুল ইসলাম বলেন, রুস্তম আলীকে গুরুতর আহতাবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তিনি মারা যান। এ বিষয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, মো. রুস্তম আলী ডিউটি শেষ করে মোটরসাইকেলে থানার দিকে আসছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল আঞ্চলিক সড়কে মুক্তাগাছা উপজেলার সত্রাশিয়া এলাকা পর্যন্ত আসতেই বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাক মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন রুস্তম আলী।
এমতাবস্থায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।তিনি বলেন, ডাম্প ট্রাক জব্দসহ চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।####
মতিউল আলম