ধানমন্ডির ৩২ নম্বর বাড়ির বেজমেন্টের পানি সরাচ্ছে ফায়ার সার্ভিস

ধানমন্ডির ৩২ নম্বর বাড়ির বেজমেন্টের পানি সরাচ্ছে ফায়ার সার্ভিস

BMTV Desk No Comments

বিএমটিভি নিউজ

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির অর্ধেকের বেশি গুঁড়িয়ে দেয়ার পর পাশে একটি নির্মাণাধীন ভবনের বেজমেন্টে জমে থাকা পানি সরাতে কাজ করছে ফায়ার সার্ভিস।

রোববার সকাল ৯টার দিকে ভবনের বেজমেন্ট থেকে পানি সরানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। বাড়িটির বেজমেন্টে জমে থাকা পানি সেচপাম্পের মাধ্যমে তুলে আনছিলেন। সেখানেও উৎসুক মানুষের ভিড় দেখা গেছে।মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ডিউটি অফিসার মো. আফনান ইসলাম লিমন বলেন, ‘ফায়ার সার্ভিস শুধুমাত্র পানি সরিয়ে দিতে কাজ করছে।’

এদিকে আজও কেউ কেউ হাতুড়ি দিয়ে ভবনের অবশিষ্ট অংশ ভাঙছেন। কেউ লোহার রড কেটে নিচ্ছেন, ইট খুলে নিচ্ছেন অনেকেই। তাদের মধ্যে বেশির ভাগই নিম্নবিত্ত ও ছিন্নমূল মানুষ। এসব নেয়ার জন‍্য রিকশা ও ভ‍্যানও আনা হয়েছে।

শেখ হাসিনার পতন ও দেশত্যাগের ছয় মাসের মাথায় বুধবার রাতে ‘বুলডোজার মিছিল’ কর্মসূচি থেকে ৩২ নম্বরের বাড়িটি ভাঙা শুরু হয়।
বাড়িটি ভাঙা শুরুর পরদিন পাশের ওই নির্মাণাধীন ভবনের বেজমেন্টের ছবি আর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে ‘আয়নাঘর’ আছে–এমন কথাও ওঠে। এরপর সেখানে আসলে কী আছে, সেটা দেখার জন্য জমে থাকা পানি সরানোর দাবি তোলা হয়।

LATEST POSTS