ময়মনসিংহে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 

ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাটে কোটি টাকা মুল্যের ভারতীয় পন্য জব্দ করেছে র‍্যাব-১৪। জব্দকৃত পন্যের মধ্যে রয়েছে ৩ হাজার ৭২০ কেজি ভারতীয় জিরা, ২১ হাজার ৫৯৮ পিস জনসন্স বেবি সোপ এবং ৪০ বস্তা ভারতীয় কাপড়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।

সোমবার (১০ ফেব্রুয়ারী) ভোর রাতে উপজেলার মরাগাঙ্গের কান্দা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব পন্য জব্দ করে র‌্যাব-১৪।

র‌্যাব -১৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, সীমান্ত এলাকায় ভারত থেকে চোরাই পথে জিরা ও অন্যান্য পণ্য বিক্রির উদ্দেশ্যে এনে মজুদ করা হয়েছে। পরে র‌্যাবের একটি আভিযানিক দল হাবিবুর রহমান (৩৫) নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে হাবিবুরসহ আরও ২-৩ জন পালিয়ে যায়। পরে অভিযানে বসতঘরের বিভিন্ন কক্ষ থেকে ৩ হাজার ৭২০ কেজি ভারতীয় জিরা, ২১ হাজার ৫৯৮ পিস জনসন্স বেবি সোপ এবং ৪০ বস্তা ভারতীয় কাপড় জব্দ করে।

র‌্যাব-১৪’র সিনিয়র এসপি মো. নাজমুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে এসব পণ্য চোরাই পথে এনে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে মজুদ করা হচ্ছিল। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে এ তথ্য নিশ্চিত হয়েছে। চোরাচালান প্রতিরোধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।