স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহে ফুলপুর ও তারাকান্দা উপজেলা ও ফুলপুর পৌরসভাসহ বিএনপির তিনটি কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘ প্রায় সোয়া দুই বছর পর এসব কমিটি ঘোষণা হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করেছেন উত্তর জেলা বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সদস্য আব্দুস সাত্তার ভূইয়া।
তারাকান্দা উপজেলা বিএনপির ৯৯ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার ও সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার । অপরদিকে ৯৪ সদস্য বিশিষ্ট ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহবায়ক হয়েছেন সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হয়েছেন হেলাল উদ্দিন হেলু ।
ফুলপুর পৌর বিএনপির ৯৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়েছে । এই কমিটিতে আমিনুল ইসলামকে আহ্বায়ক এবং মাহবুবুর রহমান মোস্তফাকে সদস্য সচিব করা হয়। এর আগে, রোববার রাতে নবগঠিত এই তিন কমিটি অনুমোদন দিয়ে স্বাক্ষর করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম এবং যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।
সূত্র জানায়, ২০২২ সালের শেষ দিকে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির অধিনস্থ সাতটি উপজেলা এবং পাঁচটি পৌরসভার কমিটি গঠনের লক্ষ্যে কর্মী সম্মেলন করা হয়। এরপর দীর্ঘ প্রায় সোয়া দুই বছর পর এই তিনটি কমিটি গঠন করা হয়েছে। তবে এখনো পাঁচটি উপজেলা (গৌরীপুর, ঈশ্বরগঞ্জ, নান্দাইল, ধোবাউড়া ও হালুয়াঘাট) এবং চারটি পৌরসভার কমিটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার বলেন, ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে একের পর এক কর্মসূচি থাকার কারণে কমিটি গঠনে সময় লেগেছে। তবে ইতোমধ্যে দুটি উপজেলা এবং একটি পৌর কমিটি হয়েছে। বাকি কমিটিগুলো আগামী এক সপ্তাহের মধ্যে ঘোষণা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই বিএনপি নেতা। ###
মতিউল আলম