ময়মনসিংহে জাল দলিল চক্রের মুলহোতা গ্রেপ্তার

image

You must need to login..!

Description

এনায়েতুর রহমান, বিএমটিভি নিউজঃ 

ময়মনসিংহ জাল দলিল চক্রের আলমগীর হোসেন (৩১) নামে এক সদস্য গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এসময় তার কাছ থেকে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস সংশ্লিষ্ট অফিসের ২০ কর্মকর্তার ৬২টি সিল, খোলা রাবার সিল ৩৬টি, খোলা রাবার সিলের প্লাষ্টিক হোল্ডার ১৪টি এবং ৩টি প্যাড জব্দ করা হয়।

রবিবার রাতে নিজ বাড়ি থেকে আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃত আলমগীর হোসেন সদর উপজেলার চর ঈশ্বরদিয়া এলাকার আবুল মুনছুরের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আলমগীর স্বীকার করেন যে, আসামী ও চক্রের সদস্যরা নতুন দলিল সৃজন, নতুন খতিয়ান, দাগ, নাম পরিবর্তন করে এসব জমিতে যে মালিক না তাকেও জমির মালিক বানিয়ে দিতেন। এছাড়া, নামজারির ক্ষেত্রে নতুন নাম সংযুক্ত করে জমি প্রাপ্য নয় তাদের নাম সংযুক্ত করে দিত এবং জমির অংশীদার বানিয়ে দিত। জমির প্রকৃত মালিকদের নাম বিলুপ্ত করে, জমির পরিমান কমিয়ে, অন্যদের নতুন করে নামজারি করে জমির অংশীদারী করে দিতেন।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে আলমগীর হোসেন নিজ বাড়িতে জাল দলিল ও নাম খারিজের দলিল সৃজন করে আসছেন। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়।
চক্রটির আরও অন্তত ৪ জন সদস্য সম্পর্কে তথ্য পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা ও গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।