পতিত ফ্যাসিস্টদের চক্রান্ত অব্যাহতঃ তাদের কোনও ফাদে পা দেয়া যাবে না–প্রিন্স

পতিত ফ্যাসিস্টদের চক্রান্ত অব্যাহতঃ তাদের কোনও ফাদে পা দেয়া যাবে না–প্রিন্স

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন দেশের স্থিতিশীলতা ও শৃঙ্খলা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহবান জানিয়েছেন।
তিনি আজ সন্ধ্যায় ময়মনসিংহের হলুয়াঘাটে পৌর শহরের মহিলা মার্কেট প্রাঙ্গণে হলুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন । তার কারামুক্তি দিবস উপলক্ষ্যে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের পর দয়া ও দেশাত্মক বোধক গানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স বলেন হাজার হাজার মানূষের আত্মত্যাগে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে জনগণের এই বিজয় ধরে রাখতে হবে
তিনি বলেন আন্দোলনের শক্তি সমুহের মধ্যে অনৈক্য সৃস্টির প্রচেস্টা পতিত ফ্যসিবাদ লাভবান হবে। তিনি বলেন পতিত ফ্যাসিস্ট নানা চক্রান্ত অব্যাহত রেখেছে। তাদের কোনও ফাদে পা দেয়া যাবে না । তিনি সরকারের প্রতি নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহবান জানান।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে ও আবু হাসনাত বদরুল কবিরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী , আলী আশরাফ, আলমগীর আলম বিপ্লব, বিএনপি নেতা আবদুল হাই , মোনায়েম হোসেন খান খোকন ,চেয়ারম্যান শফিকুর রহমান , মিজানুর রহমান , কাজী ফরিদ আহমেদ পলাশ প্র্রমুখ ।