
You must need to login..!
Description
এনায়েতুর রহমান, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহের সার্কট হাউস মাঠে ওয়াজ মাহফিলে আসছেন বিশ্বনন্দিত ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারী। তাফসীরুল কুরআন মাহফিলে ১৫ ফেব্রুয়ারী শনিবার প্রধান মুফাসির হিসাবে উপস্থিত থাকবেন তিনি। নগরীর ২২ টি স্থানে বড় পর্দায় সরাসরি প্রচার করা হবে মাহফিল।
মিজানুর রহমান আজহারীর মাহফিলকে সামনে রেখে বৃহস্পতিবার ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে আয়োজক কমিটি আল ইসলাম ট্রাস্ট, ময়মনসিংহ। সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন, মিজানুর রহমান আজহারী কোন দল বা গোষ্ঠীর নন। তিনি বিশ্ববরেণ্য একজন ইসলামিক স্কলার। তিনি বাংলাদেশের জাতীয় সম্পদ। তাঁর আগমনের দিন ময়মনসিংহে লাখ লাখ মানুষের আগমন হবে। যেহেতু লাখ লাখ মানুষ উপস্থিত থাকবেন, সেহেতু মানুষের কিছু অসুবিধা হতে পারে। সে জন্য তিনি সবার কাছে আগাম দুঃখ প্রকাশ করেন।
বিপুল সংখ্যক মানুষ উপস্থিতির কারনে শহরে যানবাহন চলাচলেও কিছুটা নিয়ন্ত্রণ থাকবে ওইদিন। শম্ভুগঞ্জ ব্রিজের আগেই বড় যানবাহনকে আটকে দেওয়া হবে। এছাড়া ময়মনসিংহ নগরের মাসকান্দা, আকুয়া বাইপাস ও রহমতপুর বাইপাসে আটকে দেওয়া হবে বড় যানবাহন। তবে শহরের অবস্থা অনুযায়ী ইজিবাইক (অটো) চলাচল করবে। ওইদিন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ময়মনসিংহে। সেক্ষত্রে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য শহরে চলাচলে কোন বাধা থাকবে না। তবে মূল শহরে যানজটের আশঙ্কায় সবাইকে বাইপস ব্যবহারের অনুরোধ জানান কামরুল হাসান মিলন।
ওই দিন পুলিশ ও স্বেচ্ছাসেবীরা জনগণের নিরাপত্তায় নিয়োজিত থাকবে। তবু অনাকাঙ্খিত ঘটনা এড়াতে ওই দিন মাহফিলে অংশ নেওয়া মহিলাদের স্বর্ণালঙ্কারের মত দামি জিনিস ব্যবহার না করতে বলেন তিনি। পুরুষেরাও প্রত্যেকে নিজের মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যেন বিশেষ সর্তক থাকেন।
মাফহিলের জন্য ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে সার্কিট হাউজ মাঠ। ২ লাখ বর্গফুটের প্যান্ডেল ছাড়াও পুরো মাঠটিতে অবস্থান নিতে পারবেন সমাবেশে অংশগ্রহনকারীরা। থাকবে সিসি ক্যামেরা। ২২ টি স্থানে বড় পরদা সরাসরি প্রচার করা হবে মাহফিল।
এ মাহফিলকে সফল করার লক্ষ্যে বিএনপি ও জামায়েত ইসলামীসহ ইসলামি দলগুলো একযোগে কাজ করছে। এছাড়া ইতিমধ্যে জেলা প্রশাসন ও জেলা পুলিশের সঙ্গে আয়োজকদের সঙ্গে সভা হয়েছে।
সকাল দশটায় শুরু হবে মাহফিলের কার্যক্রম। শেষ হবে আসরের নাজামের পর।