ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রাবাস তল্লাশি দেশীয় অস্ত্র উদ্ধার নিয়ে দুইপক্ষের উত্তেজনা

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রাবাস তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনায় শিক্ষার্থীদের দুইপক্ষের উত্তেজনার জেরে অনির্দিষ্টকালের জন্য অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে ঘটনা অনুসন্ধানে গঠন করা হয়েছে ৯ সদস্যের তদন্ত কমিটি।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) কলেজের অ্যাকাডেমিক কাম প্রশাসনিক কাউন্সিলের সভায় এই তদন্ত কমিটি গঠিত হয়।

এর আগে, গতরাতে কলেজ প্রশাসন অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠানটির অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থীদের ছাত্রাবাস ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।কলেজ প্রশাসন ও শিক্ষার্থীরা জানান, নগরের রহমতপুর বাইপাস এলাকায় ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের আবাসিক হলে নিষিদ্ধ ছাত্রলীগের মজুত করা বিভিন্ন দেশীয় অস্ত্র রয়েছে এবং এখনো কলেজটি ছাত্রলীগের নিয়ন্ত্রণে রয়েছে—এমন অভিযোগ ওঠে।

এ ঘটনায় কলেজের কিছু শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ মহানগর কমিটির নেতারা সোমবার বিকেলে অধ্যক্ষের কাছে গিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে অমর একুশে হল ও মুক্তিযোদ্ধা হলে তল্লাশি চালায় নিরাপত্তা কমিটি।
এ সময় মুক্তিযোদ্ধা হল থেকে রামদা, হকিস্টিক, লাঠিসোঁটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করা হয়। তবে এ ঘটনায় ছাত্রদের একটি পক্ষ তল্লাশি কার্যক্রমে বাধা দিলে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। এমন খবরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যায়। এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের কলেজে অবরুদ্ধ করে রাখা হয়েছে—এমন খবরে সংগঠনের আরও নেতাকর্মীরা কলেজের সামনের সড়কে গিয়ে বিক্ষোভ শুরু করেন। উদ্ভূত পরিস্থিতিতে রাতেই কলেজের অ্যাকাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা করে কলেজ প্রশাসন।

এদিকে আজ অ্যাকাডেমিক ও প্রশাসনিক কাউন্সিলের সভায় পুরো ঘটনা ও অভিযোগের বিষয় তদন্তে জেনারেল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক মো. রফিকুল ইসলামকে প্রধান করে ৯ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সেই কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. মিজানুর রহমান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন ও শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে ছাত্রাবাসে তল্লাশি চালাতে গেলে যাদের কক্ষ তল্লাশি চালানো হয় তারা বিষয়টি ভালোভাবে না নেওয়ায় উত্তেজনা তৈরি হয়। সামগ্রিক বিষয় নিয়ে তদন্ত কমিটি হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পদক্ষেপ নেওয়া হবে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার