
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জামাল হোসেনের বদলির আদেশ হয়েছে গত ৫ ফেব্রুয়ারি)। সংশ্লিষ্ট স্থানীয় সরকার বিভাগের উপসচিব আশফিকুন নাহার স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ দেওয়া হয়। কিন্তু বদলি আদেশের ১৮ দিন পেরিয়ে গেলেও এখনো তিনি বহাল তবিয়তে রয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৫টা পর্যন্ত করা হয়নি দায়িত্ব হস্থান্তর।
এনিয়ে ময়মনসিংহ কার্যালয়ে পদায়ন হওয়া শেরপুর জেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ ছামিউল হকের সঙ্গে রশি টানাটানির সৃষ্টি হয়েছে। ঘটনাটি মিশ্রপ্রতিক্রিয়ার সৃষ্টি করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারিদের মধ্যেও।
অভিযোগ উঠেছে- বদলির আদেশ ঠেকাতে তদবির করছেন নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জামাল হোসেন। এ কারণেই তিনি দায়িত্ব হস্থান্তর না করে কালক্ষেপন করছেন।
জানতে চাইলে বদলির আদেশ হওয়া মোহাম্মদ জামাল হোসেন বলেন, ২০২১ সালের ৩ জানুয়ারি এই কার্যালয়ে যোগদান করার পর থেকে পরিবার নিয়ে সংশ্লিষ্ট কোয়াটারে বসবাস করছি। এখানে স্কুলে ছেলেরা লেখাপড়া করছে। তাই সবকিছু গুছিয়ে দায়িত্ব হস্থান্তর করতে একটু সময় লাগবে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সময় প্রার্থণা করেছি। এ কারণেই দায়িত্ব হস্থান্তর করা হয়নি।
এই বিষয়ে ময়মনসিংহ কার্যালয়ে পদায়ন হওয়া শেরপুর জেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ ছামিউল হক বলেন, গত ৫ ফেব্রুয়ারি বদলির আদেশ হওয়ার পর ৯ তারিখ নিয়ম অনুযায়ি এই আদেশের পৃষ্ঠাঙ্কন হয়। সে অনুযায়ি আমি ১০ ফেব্রুয়ারি ময়মনসিংহে যোগদান করেছি। তবে অফিসিয়ালি এখনো আমি দায়িত্ব বুঝে পাইনি। তবে সংশ্লিষ্ট বিভাগের পরিপত্র অনুযায়ি কোন কর্মকর্তার বদলি আদেশের ২ সপ্তাহের মধ্যে দায়িত্ব হস্থান্তর না করলে পরবর্তী সময়ে তাৎক্ষনিক তিনি অবমুক্ত বলে গন্য হবেন, বলেও যুক্ত করেন এই কর্মকর্তা।