পাঁচদফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে ময়মনসিংহ মেডিকেল শিক্ষার্থীদের শাটডাউন

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

পাঁচদফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে ময়মনসিংহ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি চলছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ক্যাম্পাসের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন।

শিক্ষার্থীরা জানান, ম্যাটস শিক্ষার্থীদের চার দফা দাবি অযৌক্তিক। মেডিকেল কলেজ শিক্ষার্থীদের পাঁচদফা দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। কোনো শিক্ষার্থী ক্লাস ও পরীক্ষায় অংশ নেবে না।৬১ ব্যাচের শিক্ষার্থী জিহাদ হোসেন বলেন, আমরা আজকে ‘একাডেমিক শাটডাউন’ শুরু করেছি। আমাদের দাবি আদায় না হলে আন্দোলন চলবেই।একই ব্যাচের জেনিন ফাতেমা নামের আরেকজন বলেন, আমাদের দাবি পূরণের কোনো লক্ষণ দেখাচ্ছে না কর্তৃপক্ষ। তাদের এ উদাসীনতায় আমরা ক্ষুব্ধ।

এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নাজমুল আলম খান বলেন, শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে শাটডাউন কর্মসূচি পালন করেছে। এতে কলেজের সব বিভাগের শিক্ষার্থীরা অংশ নিয়েছে।এরআগে রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ চত্বরে ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থী ও কমিউনিটি বেজড মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।

মতিউল আলম

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার