ফুলবাড়িয়া থেকে নাটাের শিক্ষা সফরে যাওয়ার পথে ঘাটাইলে ৩টি বাসে ডাকাতি

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষা সফরে যাওয়ার সময় ৩টি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে নাটোরের একটি পার্কে যাওয়ার সময় পথে শিক্ষা সফরের বাসটি ডাকাত দলের কবলে পড়ে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে ঘাটাইল-সাগরদীঘি সড়কে গাছ ফেলে এই ডাকাতির ঘটনা ঘটে। এসময় ৯৯৯ ফোন করলে পুলিশ এসে পৌছলে ডাকাতি করে ডাকাত দল পালিয়ে যায়।

এ সময় বাসগুলোতে থাকা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মুঠোফোন, টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয় ডাকাতরা। পরে জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন করায় পুলিশ এলে ডাকাত দল পালিয়ে যায়।বাসে থাকা শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক মিলে চারটি বাসে করে শিক্ষা সফরে রওনা হয়েছিল। গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে স্কুল চত্বর থেকে তাদের ৪টি বাস ছেড়ে যায়। তারা নাটোরের গ্রিনভ্যালি পার্কের উদ্দেশে যাচ্ছিল। এরপর ভোর সোয়া ৪টার দিকে শিক্ষা সফরের বাস ৪টি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউনিয়নের লক্ষণের বাঁধ এলাকায় পৌঁছালে ডাকাত দলের কবলে পড়ে। এসময় গজারি বনের ভেতর দিয়ে চলা ঘাটাইল-সাগরদীঘি সড়কের পাশ থেকে একটি গাছ কেটে রাস্তা আটকে দেন ডাকাত দলের সদস্যরা। ডাকাতির কবলে পড়া ৪টি বাসের প্রথমটিতে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে শিক্ষক খলিলুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘রাতে ৪টি বাস রওনা দিয়ে সাগরদীঘি এলাকায় গজারি বনের মধ্য দিয়ে যাচ্ছিল। হঠাৎ রাস্তায় একটি গাছ পড়ে থাকতে দেখি। এ সময় বাসের গতি কমিয়ে দিলে হঠাৎ ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল হামলে পড়ে, সবার হাতেই ধারালো দেশীয় অস্ত্র। সবাই খুব ভয় পেয়ে যাই। ডাকাত দলের সদস্যরা পেছনের বাস থেকে মালামাল লুট শুরু করেন। এর মধ্যে আমরা ৯৯৯-এ ফোন করি। ডাকাত দলের সদস্যরা পেছনের তিনটি বাস থেকে ১০টি স্মার্টফোন, একটি হাতঘড়ি, ১ লাখ ৪০ হাজার টাকা ও দেড় ভরির মতো স্বর্ণালংকার নিয়ে যান। পরে দ্রুত সময়ের মধ্যে পুলিশ চলে আসায় ডাকাত দলের সদস্যরা পালিয়ে যান।’##

মতিউল আলম