
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) তাহমিনা আক্তার বলেন, মানবজমিন কারো তাঁবেদারি করে না তাদের এই শ্লোগানটি যেন আগামী দিনেও অক্ষুন্ন থাকে এটাই আমাদের প্রত্যাশা। মানবজমিন একটি ট্যাবলেট পত্রিকা আমি এটার নিয়মিত একজন পাঠক। এই পত্রিকাটি সত্য বস্তুনিষ্ঠ তথ্যবহুল খবর প্রকাশ করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। আগামী দিনেও এদেশের মানুষের কল্যাণে কাজ করবে এটাই আমাদের প্রত্যশা।
বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারী অলকা নদী বাংলা কমপ্লেক্স ময়মনসিংহ ব্যুরো অফিসে ২৭ পেরিয়ে ২৮ বছরে পর্দাপন উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কেটে জন্মদিন পালিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দী বলেন, আমি মানবজমিন পত্রিকার একজন অন্ধ ভক্ত, স্কুল জীবন থেকে এই পত্রিকাটি পড়ি। এই পত্রিকাটি কোথাও যাতায়াতের পথে গাড়িতে বসে অনায়াসে পড়া যায়। আমি মানবজমিনে খবর গুলো ফলো করি, এটা আমাদের প্রশাসনে কাজে আসে। আপনারা আমাদেরকে বস্তনিষ্ট খবরের মাধ্যমে আরও সহযোগিতা করবেন তাতে দেশ ও দশের উন্নয়ন হবে।
ময়মনসিংহ অফিসের ব্যুরো প্রধান স্টাফ রিপোর্টার মতিউল আলমের পরিচালনায় আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম খান, ময়মনসিংহ সদরের সুজনের সাধারণ সম্পাদক আলী ইউসুফ, সিনিয়র মানবাধিকার কর্মী অঞ্জন সরকার ।
উপস্থিত ছিলেন সাংবাদিক গফরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আতিকুল্লাহ, সাংবাদিক কবির হোসেন চান মিয়া, আমানউল্লাহ আকন্দ জাহাঙ্গীর, মঞ্জুরুল ইসলাম, নজরুল ইসলাম জুয়েল, আবুল কালাম, নাজমুস সাকিব, মানবজমিনের ময়মনসিংহ প্রতিনিধি, এনায়েতুর রহমান, ফটোসাংবাদিক ফখরুল আকন্দ ও মানবজমিনের ময়মনসিংহ জেলার ১২টি উপজেলার প্রতিনিধিগণ । ##
এনায়েতুর রহমান