কবি নজরুল বিশ্ববিদ্যালয় দু’টি আবাসিক হল ও বঙ্গবন্ধু স্কয়ার নাম পরিবর্তন

কবি নজরুল বিশ্ববিদ্যালয় দু’টি আবাসিক হল ও বঙ্গবন্ধু স্কয়ার নাম পরিবর্তন

March 1, 2025 94 Views

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) দুটি আবাসিক হল ও একটি স্থানের নাম পরিবর্তন করা হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ৮৮তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

শনিবার (১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. মিজানুর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ের ৮৮তম সিন্ডিকেট সভায় তিনটি স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষার্থীদের জোর দাবি ছিল নাম পরিবর্তনের। সে কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।

সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন নাম ‘বিদ্রোহীহল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নতুন নাম‘শিউলিমালাহল, এবং বঙ্গবন্ধু স্কয়ারের নতুন নামকরণ করা হয়েছে ‘জুলাই-২৪ স্কয়ার।

এ বিষয়ে রাব্বি নামের এক শিক্ষার্থী বলেন,
যারাআমাদেওভাইদেওহত্যাকরেছে, তাদেও কোনোচিহ্নক্যাম্পাসেরাখতে দেওয়াহবেনা। নজরুলবিশ্ববিদ্যালয়েরশিক্ষার্থী হিসেবেআনন্দিত। যে ফ্যাসিস্ট সরকারেরচিহ্নমুছে ফেলাহয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গনঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু স্কয়ার শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলেবিক্ষুব্ধশিক্ষার্থীরা। পাশাপাশি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম বদলে বিদ্রোহী হলএবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম বদলে শিউলিমালা হল নামকরণ করে শিক্ষার্থীরা।

এর পর থেকেই বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের নামে যত স্থাপনা আছে, সেগুলোর নাম পরিবর্তনের দাবি উঠে। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ৮৮ তম সিন্ডিকেট সভায় শেখ পরিবারের নামে তিনটি স্থাপনার নাম পরিবর্তন করলো বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সাম্প্রতিক