স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ ও র্যাব-১০, সদর কোম্পানি, ঢাকা‘র পৃথক দুটি অভিযানে ময়মনসিংহের তারাকান্দা থানার লাল মিয়া (৫৫) হত্যা মামলার এজাহারনামীয় ০২ (দুই) আসামীকে গ্রেফতার করেছে। র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এবং র্যাব-১০, সদর কোম্পানি, ঢাকা‘র একটি যৌথ আভিযানিক দল ২ মার্চ’২০২৫ দুপুরে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুর আনোয়ারা ফিলিং স্টেশন এর সামনে থেকে ভিকটিম লাল মিয়া (৫৫) হত্যা মামলার ৪নং এজাহারনামীয় আসামী তারাকান্দা থানার মেছেড়া গ্রামের মুঞ্জুরুল হক (৫৫)কে তারাকান্দা থেকে গ্রেফতার করা হয়।
গত ২৫ জানুয়ারি ২০২৫ বিকালে এজাহারনামীয় আসামীগণসহ অজ্ঞাতনামা আসামীগণ দেশীয় অস্ত্র নিয়ে বাদীর বাড়ীর উঠানে এসে বাদীর পিতা নিহত লাল মিয়া (৫৫) কে উপর্যুপরি মারপিঠ করে গুরুতর রক্তাক্ত জখম করে। পরে বাদীসহ তার পরিবারের লোকজন ভিকটিম লাল মিয়া (৫৫) কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ জানুয়ারি’২০২৫ দুপুরে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের ছেলে মোঃ খোকন মিয়া (৩২) বাদী হয়ে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০১, তারিখঃ ০১/০২/২০২৫ খ্রিঃ, ধারাঃ ১৪৩/৪৪৭/৩০২/ ১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০। ঘটনার পর র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা কার্যক্রম গ্রহণ করে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।