গফরগাঁওয়ে মধ্যরাতে চাঁদার জন্য অটোচালককে কুপিয়ে জখম

গফরগাঁওয়ে মধ্যরাতে চাঁদার জন্য অটোচালককে কুপিয়ে জখম

BMTV Desk No Comments

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের গফরগাঁওয়ে মধ্যরাতে এক অটোরিকশা চালককে চাঁদাবাজরা কুপিয়ে জখম করেছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পাঁচপাই বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত অটোরিকশা চালকের বাড়ি পাঁচবাগ ইউনিয়নের নলছিড়া গ্রামে।
স্থানীয় কয়েকজন ও অটোরিকশা চালক সজীব মিয়া(৩০) জানান, সোমবার রাতে যাত্রী নিয়ে ফিরছিল। এসময় তেতুলিয়া পাটুয়াবাড়ি এলাকার চিহ্নিত চাঁদাবাজ রিয়াদ ও তার সহযোগীরা পাঁচপাই এলাকায় অটোরিকশা আটকে চাঁদা তুলছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সজীব মিয়াকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে অটোচালককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
অটোচালক সজীব মিয়ার বাবা আব্দুস ছালাম জানায়, পাঁচপাই এলাকায় রিয়াদের নেতৃত্বে সোমবার রাতে অটোরিকশা ও বিভিন্ন যানবাহন থামিয়ে চাঁদাবাজি করে ও বেশ কয়েকটি অটোরিকশা ভাংচুর করে। আমার ছেলে চাঁদা না দেয়ায় কুপিয়ে গুরুতর আহত করে। বিষয়টি স্থানীয়ভাবে বিএপির নেতাকর্মীরা জানলেও ভয়ে কেউ মুখ খুলছেনা। সজীবের মুখমন্ডলে দায়ের কোপ রয়েছে।
এঘটনায় অটোরিকশা চালক সজীবের বাবা গফরগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেন।
গফরগাঁও থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, সড়কের চাঁদাবাজির ঘটনা ঘটলে কাউকে রেহাই দেওয়া হবেনা। অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে। তবে এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি।