দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কাজ করলে বিএনপিতে ঠাঁই হবেনা: মাজেদ বাবু

image

You must need to login..!

Description

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:

দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজ করলে সে যেই হোক না কেন, তাকে কোনভাবেই বিএনপিতে ঠাঁই দেওয়া হবেনা। পবিত্র মাহে রমজান উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ইফতার মাহফিলে কথা গুলো বলেন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

ইফতার মাহফিলে উপস্থিত সকল নেতা-কর্মী এবং ইউনিয়নবাসীদের উদ্দেশ্যে মাজেদ বাবু বলেন,’ ফ্যাসিবাদী সরকারের আমলে দীর্ঘ সতের বছর শান্তিতে ইফতার করতে দেয়নি আওয়ামী দোসরেরা। আজ দীর্ঘ সময় পর নেতাকর্মীদের সঙ্গে এভাবে উন্মুক্ত স্থানে ইফতারে অংশ নিতে পেরে কি পরিমাণ প্রশান্তি লাগছে তা বলে বুঝাতে পারবোনা।

দলীয় সূত্রে জানা যায়, পবিত্র মাহে রমজান উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়নসহ পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় পৌর সদরের বিএনপির কার্যালয়ে শনিবার, সোহাগী ইউনিয়নে গত শুক্রবার এবং গত বৃহষ্পতিবার উপজেলার সরিষা ইউনিয়নে নেতাকর্মীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন সম্পন্ন হয়েছে। ধাপে ধাপে বাকি ইউনিয়ন গুলোতেও নেতাকর্মীদের নিয়ে ইফতারের আয়োজন করা হবে।

ইফতার মাহফিলগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈরাচারের আয়না ঘরে নির্যাতিত নেতা উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, একে এম হারুন অর রশিদ (হারুন), শাহজাহান জয়পুরী, হোসেন মোহাম্মদ মন্ডল, আহসান পারভেজ, অ্যাডভোকেট শাহজাহান সাজু, নিজাম উদ্দিনসহ অন্যান্য যুগ্ম-আহ্বায়কবৃন্দ, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনিসহ উপজেলা, পৌর ও ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ স্থানীয় বাসিন্দারা এসময় উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার