
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহের ফুলপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দু’জন। সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ৯ টার দিকে ফুলপুর শেরপুর সড়কের বাইটকান্দির চওড়া বাড়ি নামে স্থানে এ ঘটনা ঘটে।
যাত্রীবাহী একটি সিএনজি শেরপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ফুলপুর শেরপুর সড়কের বাইটকান্দির চওড়া বাড়ি নামে স্থানে যেতেই বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির তিন যাত্রী নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরও দু’জন। আহতদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাদি দুর্ঘটনা বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থলে কাজ করছি। নিহতদের নাম পরিচয় পরে জানানো হবে বলেও জানান তিনি।