
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
হবিগঞ্জের বানিয়াচংয়ে ৬ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। সন্তানের বিবস্ত্রতা দেখে মারা গেছেন বাবা। ঘটনাটি ঘটেছে গত রোববার বিকালে বানিয়াচং সদরের ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের দক্ষিণ যাত্রাপাশা গ্রামে। এদিকে ঘটনার ১ দিন পর সোমবার ধর্ষণের শিকার শিশুটির অসুস্থ পিতা দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ধর্ষণের ঘটনায় শিশুর নানি মোছা. মিনারা বেগম বাদী হয়ে বানিয়াচং থানায় একটি মামলা দায়ের করেছেন।এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে দক্ষিণ যাত্রাপাশা এলাকার বনমুথুরা গ্রামের সাজমান মিয়ার ছেলে নোফায়েল মিয়া এবং একই এলাকার ফরিদ মিয়ার ছেলে শামীম মিয়া নামে ২জনকে আটক করেছে। জানা যায়, গত রোববার বিকালে শিশুটিকে ১০টাকার একটি নোট হাতে দিয়ে তাকে টানা-হেঁচড়া করে পার্শ্ববর্তী বার্নিতলা ডালীগাছ নামক জঙ্গলে নিয়ে ধর্ষণ করে দুই কিশোর। এ সময় শিশুটি জোরে চিৎকার করতে লাগলে আশপাশের লোকজন এসে শিশুটিকে জঙ্গল থেকে আহত অবস্থায় উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে শিশুটি হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এ বিষয়ে বানিয়াচং থানায় যোগাযোগ করা হলে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। বানিয়াচং থানায় একটি নিয়মিত ধর্ষনের মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান। মামলাটির তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আব্দুর রহিমকে। ধর্ষনের একদিন অতিবাহিত হতে না হতেই ধর্ষনের শিকার শিশুটির অসুস্থ পিতা দুলাল মিয়া নিজ বাড়িতে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অনেকের ধারণা মেয়ের এ অবস্থা দেখে অসুস্থ পিতা দুলাল মিয়া মানসিকভাবে ভেঙে পড়েন। যার দরুন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এদিকে দুলাল মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন এর উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন। পাশাপাশি ধর্ষণের শিকার শিশুটির যাবতীয় চিকিৎসা ব্যয় এবং মামলা সংক্রান্ত সকল বিষয়ে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি।