সংবাদ প্রকাশের পর ঘুষের ৬০ হাজার টাকা ফেরত দিল পুলিশ

image

You must need to login..!

Description

এফ আই সুমন, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের জাটিয়া উচ্চ বিদ‍্যালয়ের নৈশপ্রহরী মো. আরমান হোসেন (২৪) হত্যা মামলায় পুলিশের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যে নিয়ে সংবাদ প্রকাশের পর ঘুষের ৬০ হাজার টাকা ফেরত দিয়েছে থানা-পুলিশ। আজ(১২ মার্চ) বুধবার দুপুরে ভুক্তভোগী বাবুল মিয়ার বাবা মুনায়েম মিয়ার কাছে ঘুষের ৬০ হাজার টাকা ফেরত দিয়ে আসেন ঈশ্বরগঞ্জ থানার এসআই নজরুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভোগী বাবুল মিয়ার বাবা মুনায়েম মিয়া।

এ প্রসঙ্গে মুনায়েম মিয়া বলেন,’এসআই নজরুল ইসলাম খবর পাঠায় ঈশ্বরগঞ্জ পৌর বাজারে সাক্ষাৎ করার জন্য। দুপুরে ঈশ্বরগঞ্জ পৌর বাজারে এলে এসআই নজরুল ঘুষের ৬০ হাজার টাকা আমার হাতে ফেরত দেয়। ঘুষের টাকা ফেরত দেওয়ার ব্যাপারে জানতে চেয়ে ঈশ্বরগঞ্জ থানার এসআই নজরুল ইসলামের মোবাইলে কল দিলে তিনি বলেন,’ এবিষয়ে মোবাইলে কিছু বলবো না। সাক্ষাতে কথা বলবো।

উল্লেখ্য যে, গত বছরের ১ অক্টোবর
জাটিয়া উচ্চ বিদ‍্যালয়ের নৈশপ্রহরী আরমান হোসেনকে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে ডিউটিরত অবস্থায় কুপিয়ে হত্যা করা হয়। হত্যা মামলার এজাহারভুক্ত আসামিদের না ধরে সন্দেহজনক ৪ জনকে ধরে জিজ্ঞাসাবাদের জন্য গত ১২ ফেব্রুয়ারি থানায় নিয়ে আসে পুলিশ। ওই চার জনের উপর পুলিশ নির্যাতন চালায়। তাদের হত্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৬০ হাজার টাকা আদায় করে পুলিশ। পরে ৬০ হাজার টাকার বিনিময়ে থানা থেকে ছাড়া পেয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেন ভুক্তভোগীরা। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে আজ(১২ মার্চ) ঘুষের টাকা ফেরত দেয় পুলিশ।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার