
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপিও দ্রুত নির্বাচনের সাথে সাথে অতি প্রয়োজনীয় সংস্কার ও ফ্যসিবাদের হোতা ও দোসরদের বিচার চায় । তবে ফ্যসিবাদের পতনের পর ৬ মাস পার হলেও এখন পর্যন্ত সংস্কার , বিচার ও নির্বাচন কেনো দৃশ্যমান হলনা , তা অন্তর্বর্তী সরকারের পাশাপাশি রাজনীতিতে আসা নতুন বন্ধুদেরও জবাবদিহি করা দরকার । কেননা সরকারে তারা ছিলো ,আছে এবং সরকারের ওপর তাদের নিয়ন্ত্রণ দৃশ্যমান ।
এমরান সালেহ প্রিন্স আজ বিকেলে দলের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ময়মনসিংহের হলুয়াঘাট উপজেলার কলিয়ানিকান্দায় সদর ইউনিয়ণের ৭ ও ৮ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন ।বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী হলুয়াঘাটে বিএনপি ও অঙ্গসংঠনের উদ্যোগে জনগণকে সম্পৃক্ত করে ওয়ার্ড পর্যায়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে ।
ইফতার ও দোয়ার আগে উপস্থিত জনসাধারণসহ নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন , দেশ ও জাতি এক কঠিন ও জটিল সময় পার করছে । এসময় সকলকে ধৈর্য্য ও সহনশীল আচরণ করতে হবে । দলের নাম ব্যবহার করে বা পতিত আওয়ামীলীগের কেউ যেন অসৎ বা উশৃঙ্খল কাজ না করতে পরে সে দিকে সকলকে সতর্ক দৃষ্টি রাখতে হবে । তিনি সকলকে সতর্ক করে বলেন , নির্বাচনকে প্রলম্বিত করতে পরিকল্পিত ভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার অপচেস্টা চলছে । নির্বাচন প্রলম্বিত হলে গণতন্ত্র সুদূর পরাহত হবে । তাই যেকোন মূল্যে পরিস্থিতি স্বাভাবিক রেখে নির্বাচন আদায় করতে হবে ।
তিনি বলেন , নতুন রাজনৈতিক দলের নেতারা বিচার ও সংস্কারের দাবিতে আন্দোলনে নামার কথা বলছেন । তাদের এই দুই দাবির সাথে নির্বাচনের দাবি কেন নেই তা রহস্যজনক । তাহলে কী জনগণ ধরে নিবে যে নির্বাচন প্রলম্বিত করাই তাদের উদ্দেশ্যে ? তাদের করো করো কণ্ঠে কর্তৃত্ববাদের সুর । এটা করলে ওটা হবেনা , ওটা না করলে এটা হবেনা – এধরণের কথা বা নিজেদের দাবি অন্যদের ওপর চাপিয়ে দিতে শর্ত আরোপ করা কর্তৃত্ববাদের নামান্তর । অযৌক্তিক ,অবাস্তব ও জন সম্পৃক্তহীন দাবি বা ইস্যু রহস্যজনক ।
তিনি বলেন , নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না এবং দেশে স্থিতিশীলতা ও স্বস্তি ফিরে আসবেনা ।
কলিয়ানিকান্দা মডেল উচ্চ বিদ্যালয়ে হলুয়াঘাট উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন হলুয়াঘাট পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ , উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলী আশরাফ ,কাজী ফরিদ আহমেদ পলাশ , বিএনপি নেতা রফিকুল ইসলাম , আব্দুর রশীদ , হাবিবুর রহমান । ছাত্র গণ অভিত্থানে নিহত বিজয় ফরাজীর পিতা সায়দুল ফরাজী সহ স্থাণীয় গণ্যমান্য ব্যক্তি ও বিএনপি ও অঙ্গ সংগঠণের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।