
You must need to login..!
Description
বিএমটিভি নিউজ ডেস্কঃ
আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মাগুরার আলোচিত ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি বোনের শ্বশুর হিটু শেখ।
শনিবার (১৫ মার্চ) বিকেলে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক সব্যসাচী রায়ের আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়। তবে জবানবন্দিতে তিনি কী বলেছেন তা জানা সম্ভব হয়নি।
আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, ৭ দিনের রিমান্ডে থাকা হিটু শেখ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চাইলে শনিবার সকালে তাকে আদালতে উপস্থিত করা হয়। বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায় তার জবানবন্দি রেকর্ড করেন। এ সময় তিনি একাই এ ঘটনা ঘটিয়েছেন বলে স্বীকার করেছেন।
তদন্তের স্বার্থে এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা।
তিনি বলেন, শিশু আছিয়া ধর্ষণ মামলার তদন্ত চলছে। নিরাপত্তার স্বার্থে আসামিদের মুভমেন্টের কোনো তথ্য আমরা এই মুহূর্তে দিতে পারছি না।
এ মামলার অন্য তিন আসামি ৫ দিনের রিমান্ডে রয়েছেন। যা রবিবার (১৬ মার্চ) শেষ হবে।