ধোবাউড়ায় পুকুরের পানিতে ডুবে প্রাণ গেলো দুই ভাই বোনের

image

You must need to login..!

Description

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ধোবাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৬ মার্চ) বিকেল তিনটার দিকে উপজেলার সদর ইউনিয়নের রাণীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

প্রাণ হারানো শিশুরা হলো- এমদাদুল হকের মেয়ে শিমু আক্তার (৯) ও মো. নিজুম মিযা (৩)। তারা দুই ভাই বোন। বিষয়টি নিশ্চিত করেছেন ধোবাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মিলন মিয়া।

তিনি বলেন, বিকেলে শিমু আক্তার তার ছোট শিশু ভাইকে কোলে নিয়ে পুকুরের কিনারায় পানিতে গোসল করছিল। এসময় হঠাৎ বেশি পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। কিছুক্ষণ পর শিশুদের মা সন্তানদের বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে ভেসে উঠতে দেখে মরদেহগুলো উদ্ধার করেন।

উপপরিদর্শক (এসআই) মো. মিলন মিয়া আরও বলেন, এমদাদুল হকের আর কোনো সন্তান নেই। এমন ঘটনায় শোকে পরিবার স্তব্ধ হয়ে গেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার