
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক (ডিজি) ড. মো. আবুল কালাম আজাদের অপসারণের দাবিতে তার কক্ষে তালা ঝুলিয়ে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন বিক্ষুব্ধ বিজ্ঞানী, কর্মকর্তা-কর্মচারী ও এলাকাবাসী। এ সময় বিক্ষোভকারীরা মহাপরিচালকের অপসারণ দাবি করে নানা স্লোগান দেন, অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।
৫ ই আগস্ট এর পরে সকল ফ্যাসিস্ট ডিজি বদলি হলেও, এই ডিজি সহ তার সিন্ডিকেট কোটি কোটি টাকা লুটপাট করলেও সে এখনো একই কর্মস্থলে বহাল রয়েছে।
তার সিন্ডিকেট বিরুদ্ধে গোয়েন্দার নজরদারি দরকার বলে জানিয়েছেন এলাকাবাসী।মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনা ভবনে এই বিক্ষোভ মিছিল ও তালা দেওয়ার ঘটনা ঘটে। এর আগে সোমবারও একই কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।এ সময় বক্তব্য রাখেন বিনার ড. মাহবুবুল আলম তরফদার, প্রধান বৈজ্ঞানিক কর্মকতা ড. রেজা মোহাম্মদ ইমন, কৃষিবিদ মো. আব্দুর রশিদ এবং কৃষিবিদ মোহাম্মদ ফরহাদ হোসেন।
বক্তারা বলেন, গত বছরের ৪ আগস্ট ছাত্র-জনতার বিপক্ষে লাঠি মিছিলে নেতৃত্ব দেওয়া, পরিবর্তিত প্রেক্ষাপটেও ২৭ ছাত্রলীগ নেতার পদোন্নতি চূড়ান্ত করা, বঞ্চিতদের জৈষ্ঠ্যতা প্রদানে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত বাস্তবায়নে গড়িমসি, পালিয়ে অফিস করাসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে ডিজির বিরুদ্ধে।