ত্রিশালে অর্ধগলিত মরদেহ উদ্ধার

ত্রিশালে অর্ধগলিত মরদেহ উদ্ধার

March 20, 2025 63 Views

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দক্ষিণ বালিপাড়া ঝালোবাড়ি এলাকায় একটি পুকুর থেকে মোশতাক হাসান অনিক (১৯) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত মোশতাক হাসান অনিক দক্ষিণ বালিপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও ত্রিশাল থানা সূত্রে জানা গেছে, দক্ষিণ বালিপাড়া এলাকার নয়ন চন্দ্র বর্মনের পুকুরে গত দুই দিন ধরে নিখোঁজ থাকা মোশতাক হাসান অনিকের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে মঙ্গলবার (গতকাল) দুপুরে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হতে তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

সাম্প্রতিক