
You must need to login..!
Description
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে পুরো মাসজুড়ে পথচারীদের বিনামূল্যে ইফতার করিয়ে যাচ্ছেন পৌর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও বিএনপি নেতা একে এম হারুন অর রশিদ (হারুন)। রোজার প্রথম দিন থেকেই ঈশ্বরগঞ্জ পৌর শহরের ভাসমান ব্যবসায়ী দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে বিনামূল্যে ইফতার বিতরণ কার্যক্রম শুরু করেন তিনি। এরই ধারাবাহিকতায় (২২ মার্চ) শনিবার অন্তত ৩০০ মানুষের হাতে ইফতার তুলে দেন তিনি।
বিনামূল্যে ইফতার পেয়ে দরিদ্র পথচারী, রিক্সাচালকরা জানান, ‘সারাদিন যেখানেই থাকে না কেনো, ইফতারের সময় হারুন সাহেবের দেয়া বিনামূল্যে ইফতার নিতে চলে আসে। তারা আরো জানান, এই বিনামূল্যে ইফতারের কারণে অনেক অসহায় গরীবেরা এবছর শান্তিতে সারাদিন রোজা শেষে শান্তি মতো ইফতার করতে পেরেছে।’
ঈশ্বরগঞ্জ পৌর বাজারের একাধিক প্রবীণ ব্যবসায়ী বলেন, রোজার প্রথমদিন থেকেই দেখছি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বিনামূল্যে রোজাদারদের ইফতার দিচ্ছেন। নিঃসন্দেহে এটি মহৎ উদ্যোগ। এমন উদ্যোগ পূর্বে কাউকে নিতে দেখিনি আমরা।’
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান জানান, ‘মাসব্যাপি বিনামূল্যে ইফতার একটি ব্যতিক্রম ধর্মী আয়োজন। এই আয়োজনের ফলে অনেক নিম্ন আয়ের মানুষ শান্তিতে ইফতার করতে পারছে। আর একজন মানুষ ইফতার করলে অন্তত ৫০ থেকে ৬০ টাকা খরচ হতো। একজন নিম্নবিত্ত মানুষের বেছে যাওয়া এই টাকা দিয়ে ঘরে একটা তরকারি হলেও কিনে নিতে পারবে সে। বাজার ব্যবসায়ী সমিতির নব নির্বাচিত সভাপতি, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক, বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশীদের এমন আয়োজন প্রসংশার দাবী রাখে।
এ প্রসঙ্গে একে এম হারুন অর রশিদ বলেন, ইফতার বিতরণের এই কার্যক্রম কোন ভিক্ষা বা দান নয়, মানবিক সহযোগিতা। আমার ব্যাক্তিগত পক্ষ থেকে সাধ এবং সাধ্যর সমন্বয়ে একমাত্র আল্লাহর সন্তুষ্টি প্রাপ্তির আশায় এই কার্যক্রম পরিচালনা করছি।