শুক্রবার অফিস করে লাপাত্তা বিনার ডিজি, অপসারণ দাবিতে বিক্ষোভ

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 
মহাপরিচালকের (ডিজি) অপসারন দাবিতে টানা ৫ দিনের আন্দোলনে বাংলাদেশ পরমানু কৃষি গবেষনা ইনস্টিটিউট (বিনা) স্থবির হয়ে যাওয়ার পর গত শুক্রবার অফিস করেছেন ডিজি ড. আবুল কালাম আজাদ। তবে সরকারী বন্ধের দিন অফিস করে আলোচনা সৃষ্টি করলেও সপ্তাহের প্রথম কার্যদিবসে তিনি ছিলেন কর্মস্থলে লাপাত্তা। এ সময় বিক্ষোভ মিছিল করে ডিজির অপসারণ দাবি করেছেন এলাকবাবাসী।

রবিবার (২৪ মার্চ) দুপুরে বিনা কার্যালয়ের প্রথম ফটকে অবস্থান নিয়ে এই বিক্ষোভ মিছিল করে স্থানীয় এলাকাবাসি ও বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় বিক্ষোভকারীরা ডিজিকে আওয়ামী দোসর উল্লেখ করে বলেন, বিগত ৪ আগষ্ট ছাত্র-জনতার বিপক্ষে আওয়ামী পেশাজীবীদের লাঠি মিছিলে নেতৃত্ব দিয়েছিল ডিজি ড. আবুল কালাম আজাদ। গতমাসেও এই ডিজি সুপারিশ করে স্থানীয় ২০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সিয়াম হোসাইন আলীকে চাকরি দিয়েছেন। অবিলম্বে এই ডিজিকে অপসারণ করা হোক, অন্যথায় আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।

এতে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা কৃষিবিদ আব্দুর রশিদ, ময়মনসিংহ মহানগরীর ২১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রেজাউল করিম, ২২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল আলম, জে যুবদলের কোষাধক্ষ রিপন আহমেদ নিপু, জেলা ছাত্রদলের সিনিরয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আলম আকন্দ, সমাজ কল্যান সম্পাদক ওমর ফারুক মাসুদ, সহপ্রচার সম্পাদক আলম, সহদপ্তর সম্পাদক ফারুক, মহানগর মৎসজীবী দলের আহবায়ক লিটন, কোতোয়ালি ছাত্রদলের আহবায়ক রুবেল প্রমূখ।

জানতে চাইলে বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা ও ডিজির একান্ত সচিব (পিএস) মো: শাহ আব্দুল্লাহ আল মামুন বলেন, গত শুক্রবার স্যার অফিসে আসছিল, তবে আজ তিনি ঢাকায় একটি মিটিংয়ে আছেন। এর আগে গত সপ্তাহজুড়ে আন্দোলনের কারণে ডিজি স্যারের রুম তালাবদ্ধ ছিল। পরে শুক্রবারে স্যার এসে কিভাবে তালা খুলেছেন তা আমি জানি না।

এ সময় ডিজির অপসারণ দাবিতে বিক্ষোভ প্রসঙ্গে তিনি আরও বলেন, আজকেরও বিনার গেইটের সামনে বিক্ষোভ মিছিল হয়েছে। এসব কারণে জেলা প্রশাসক বিনা পরিদর্শন করে নানা বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে কথা বলেছেন।

তবে একাধিকবার ফোন করেও ডিজি ড. আবুল কালাম আজাদের বক্তব্য জানা যায়নি।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার