
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহের মুক্তাগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর এক পথচারী। শনিবার (২৩ মার্চ) দুপুরে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে মুক্তাগাছা শহরের নতুন বাজার খেলার মাঠ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার আমোদপুর গ্রামের ব্যবসায়ী লিটন খানের ছেলে অনন্ত হোসাইন খান(১৭) ও শহরের ঢলুয়াবিল এলাকার জান্নাত বাজাজ শো রুমের মোটরসাইকেলের মেকানিক রাসেল হোসেন(৩০)। আহত পথচারীর নাম জসিম উদ্দিন (২৮)। নিহত অনন্ত হোসাইন খান নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। আর রাসেল হোসেনের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার চর ঈশ্বরদিয়া।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, শনিবার দুপুরে অনন্ত হোসাইন খান মোটারসাইকেল মেকানিক রাসেল হোসেনকে পেছনে উঠিয়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে মুক্তাগাছা শহর থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। হঠাৎ নতুন বাজার খেলার মাঠের কাছে রাস্তা পার হতে থাকা পথচারী জসিম উদ্দিনকে দ্রুতগতির মোটরসাইলে ধাক্কা দেয়। এতে পথচারী পাশে পড়ে যান। আর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক অনন্ত খানের মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। অপর আরোহী রাসেল হোসেনকে উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত পথচারী জসিম উদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। একজন ঘটনাস্থলেই নিহত ও অপর একজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যান। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান আছে।
এনায়েতুর রহমান