
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদের আমলে ঈদ ছিল নিরানন্দ। ফ্যাসিবাদমুক্ত পরিবেশে এবারের ঈদ জনগণের মাঝে আনন্দের সুবাতাস ছড়িয়ে দিয়েছে। এ আনন্দ টেকসই ও অর্থবহ করতে দ্রুত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার কায়েম ও তাদের মাধ্যমে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর ঘটাতে হবে।
বুধবার (২ এপ্রিল) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া সদরের ডাক বাংলো প্রাঙ্গণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি অবশই রাষ্ট্র কাঠামোর সংস্কার চায়। নির্বাচনের আগে নির্বাচনকে নিরপেক্ষ ও সুষ্ঠু করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে বাস্তবতার নিরিখে অতি প্রয়োজনীয় সংস্কার করে ডিসেম্বরের মধ্যে, সম্ভব হলে তারও আগে নির্বাচন দিতে হবে। সংস্কারের নামে নির্বাচনে কালক্ষেপণ বা বিলম্বিত হলে অনিশ্চয়তা দেখা দিতে পরে। সংস্কার ও নির্বাচন বিকল্প নয়। সংস্কার চলমান প্রক্রিয়া।
তিনি বলেন, নির্বাচন প্রশ্নে সরকারের ধীরগতি, মহল বিশেষের চাপে নতি স্বীকার করা, নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে বিভিন্ন সময় কথাবার্তা ও অবাস্তব ধ্যান ধারণা নিয়ে জনগণ হতাশ হয়ে পড়ছে। নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ ডেকে আনতে পরে।তিনি অবিলম্বে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সংস্কার ও নির্বাচন নিয়ে সুস্পষ্ট বক্তব্য দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাছ থেকে জনগণ পক্ষপাতহীন আচরণ প্রত্যাশা করে। জনগণের মধ্যে এ ধারণা সৃষ্টি হচ্ছে- নতুন কোনো দলকে সুযোগ দিতে সরকার সংস্কারের নামে নির্বাচন প্রলম্বিত করছে। সরকার দ্রুত নির্বাচন না দিয়ে নিরপেক্ষতা হারালে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি পথ খুঁজে নেবে।
প্রিন্স বলেন, যারা রাজনৈতিক নতুন বন্দোবস্তর কথা বলছেন, তারা নিজেরাই শত শত মোটর শোভাযাত্রা করে বন্দোবস্ত নতুন করে ফিরিয়ে আনতে তৎপর। প্রকৃতপক্ষে নতুন-পুরাতন দুই একটি রাজনৈতিক দল জনসমর্থনহীন অবাস্তব কিছু ইস্যু বানিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করে নির্বাচন পেছানোর অপচেষ্টা করছে। এ সুযোগে সরকারি আনুকূল্যে দল গঠনেরও সুযোগ নিচ্ছে।
অন্তর্বর্তী সরকারের ভেতর থেকেও কেউ কেউ ষড়যন্ত্র করছে নির্বাচন পিছিয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা ও নতুন দলকে সুবিধা দিতে সহযোগিতা করার।তিনি বলেন, সরকারের উচিত হবে, তাদের নিরপেক্ষতা যে কোনো মূল্যে নিশ্চিত করে রাজনৈতিক দল ও জনগণের আস্থা ও বিশ্বাস ধরে রাখা এবং নতুন করে বিতর্ক সৃষ্টি না করে দ্রুত নির্বাচনের আয়োজন করা।এ সময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন, ধোবাউড়া উপজেলা বিএনপির সদস্যসচিব আনিসুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।