নান্দাইলে ইটভাটায় আটক ২০ শ্রমিক উদ্ধার আটক ২

image

You must need to login..!

Description

মোঃ রফিকুল ইসলাম খোকন নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইলে মেসার্স এসআরবি ব্রিকস ইটভাটায় আটকে রাখা ২০ জন শ্রমিককে উদ্ধার করেছে যৌথবাহিনী। ২ এপ্রিল বুধবার সন্ধ্যায় উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের বারুইগ্রাম এলাকায় রুহুল আমিনের মালিকানাধীন এসআরবি ব্রিকস ইটভাটায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। এ সময় ইটভাটার থেকে বিল্লাল হোসেন ও জাকারিয়া নামে দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। মেসার্স এসআরবি ব্রিকস নামক ইটভাটায় শ্রমিকরা কাজ করে আসছিল। কাজ শেষে তাদের ন্যায্য টাকা পয়সা চাইতে গেলেই ইটভাটার মালিক পক্ষ শ্রমিকদের আটক করে মারধর করে। বেশ কয়েকদিন যাবৎ মারধরের শিকার শ্রমিকরা সম্প্রতি কৌশলে গৌরিপুর সেনাবাহিনীর ক্যাম্পে বিষয়টি জানান। অভিযোগ পেয়ে বুধবার সন্ধ্যায় যৌথবাহিনী অভিযান চালিয়ে জিম্মি থাকা ২০ শ্রমিককে উদ্ধার ও ইটভাটার মালিক পক্ষের দুই জনকে আটক করে।

এ বিষয়ে জানতে চাইলে এসআরবি ব্রিকসের মালিক রুহুল আমিন শ্রমিকদের আটকের বিষয়টি এড়িয়ে যান। তিনি বলেন এটি মিথ্যা অভিযোগ। ###

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার