ময়মনসিংহে মিছিলে উত্তাল গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে

image

You must need to login..!

Description

এনায়েতুর রহমান, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহ বিভাগীয় নগরী মিছিলে উত্তাল গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে। সোমবার সকালে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ নগরীর টাউন হল মোড়ে মিছিল নিয়ে জড়ো হতে থাকেন। এসময় মাথায় কালো কাপড় ও হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানানো হয়।

চারদিক থেকে হত্যার প্রতিবাদে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে ময়মনসিংহ টাউন হল প্রাঙ্গণ। সকাল সাড়ে ১০টা থেকে কর্মসূচি শুরু হয়ে চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হলে এসে শেষ হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার সদস্য সচিব আলী হোসেন বলেন, গাজায় নির্বিচারে ইসরায়েলের গণহত্যা কোন ভাবেই কাম্য নয়। মানুষ হিসেবে এসব দেখে আমাদের মন আর ঘরে টিকছে না। আমরা চাই বিশ্বের মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলুক।

শিক্ষার্থী আদিয়াতুল জান্নাত বলেন, বিশ্ব বিবেকহীনে পরিণত হয়েছে। গাজায় হাজার হাজার নারী শিশু হত্যা করা হলেও তাদের কোন ভূমিকা নেই। আমরা গাজার প্রতি সহমর্মিতা থেকে আন্দোলন করছি করে যাব। এতে কিছু হোক আর না হোক। সামাজিক যোগাযোগ মাধ্যম চালু করলেই গাজার দৃশ্য দেখে গা শিউরে ওঠে। তাই মানুষ হিসেবে আমাদের প্রতিবাদ।

শামছুর রহমান নামে একজন বলেন, বিগত কয়েক দিন ধরে গাজায় হামলার মাত্রা বেড়েই চলেছে। তাই মানুষ হিসেবে পরিবার পরিজন নিয়ে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছি। শক্তি সামর্থ্য থাকলে গাজায় গিয়ে ইসরাঈলীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতাম। তবে ইসরায়েলের সকল পণ্য আমার বয়কট করেছি, আমাদের মত সকলেই তাদের পণ্য বয়কট করে প্রতিবাদ জানাবে এটাই প্রত্যাশা করছি।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম খান বলেন, গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি সকাল থেকে চলমান রয়েছে। কর্মসূচি যেন শান্তিপূর্ন ভাবে শেষ হয় সে লক্ষ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার